বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

উন্নয়ন-গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩

#

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। ভবিষ্যতে শান্তিপূর্ণ নির্বাচন চায় আওয়ামী লীগ, কেউ অশান্তি করলে ছাড় দেয়া হবে না।

শনিবার (৩ জুন) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 কাদের বলেন, যাদের হাতে খুনের রক্ত, তাদের মুখে ভালো কাজের প্রশংসা পাওয়া যাবে না। শেখ হাসিনার ভালো কাজের প্রশংসা করতে জানেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর মতো বিশ্বনেতারা। আইএমএফ, বিশ্বব্যাংক এখন প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী সুনাম করেছে।

আরো পড়ুন: শিক্ষা উপকরণের দাম না বাড়ানোর দাবি তোলা হবে: শিক্ষামন্ত্রী

শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে লাভ নেই। তিনি আল্লাহ আর নিজের বিবেক ছাড়া কাউকে ভয় পান না জানিয়ে কাদের বলেন, ৭৫-পরবর্তী দেশের সবচেয়ে সফল ও ঝুঁকিপূর্ণ জীবন নিয়ে চলা রাজনৈতিক ব্যক্তিত্ব দলীয় সভাপতি শেখ হাসিনা। যারা আজ হুমকি দিচ্ছেন তাদের হুঁশিয়ার করে বলছি, শেখ হাসিনাকে ভয় দেখিয়ে লাভ নেই৷ আল্লাহ আর বিবেক ছাড়া তিনি কাউকে ভয় পান না। যত ষড়যন্ত্রই হোক, এসবের পরোয়া করেন না তিনি।

দেশের গণতন্ত্র, উন্নয়ন-অর্জনকে ধরে রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এখনকার আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী। এ দল এখন জেগে উঠেছে। শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নষ্টে যারা উসকানি দিচ্ছেন তাদের বলছি, ‘আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে ছাড় দেব না।

অনুষ্ঠানে দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন ভাড়া দিয়ে নতুন কার্যালয়ে অনুষ্ঠানাদি করতে পারবে বলেও জানানো হয়।

এম/


Important Urgent

খবরটি শেয়ার করুন