বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর *** বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পের শুল্ক ১৫ শতাংশে নামাল দ. কোরিয়া *** মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরেই নির্বাচন *** শেখ হাসিনা আমলের নির্যাতনের অবসান, তবে রাজনৈতিক প্রতিপক্ষ দমন অব্যাহত: এইচআরডব্লিউ *** খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ৫ কোটি টাকা জব্দ করল সিআইডি *** আগামী ৫-৬ দিন খুবই ক্রুশিয়াল, নির্বাচন নির্ধারিত সময়েই হবে: শফিকুল আলম *** উচ্চকক্ষের পিআর নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, পরে কোলাকুলি

উৎসবের অপেক্ষায় ‘ম্যারাডোনার ন্যাপোলি’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

৩৩ বছর অপেক্ষার পর আসতে যাচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ। এমন একটা উপলক্ষ কি সাদামাটাভাবে উদযাপন করা যায়? মোটেই না। তাই তো সালেরনিতানার বিপক্ষে সম্ভাব্য শিরোপা নির্ধারণী ম্যাচটি এক দিন পিছিয়ে সাপ্তাহিক ছুটির দিন রোববারে নিয়ে যাওয়ায় সুবিধাই হয়েছে ন্যাপোলির সমর্থকদের জন্য। জমকালো উৎসবে মেতে ওঠার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবেন তাঁরা। গতকাল সিরি ‘এ’ কর্তৃপক্ষ ম্যাচটি পিছিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

অবশ্য রোববার একটি সমীকরণ মিললেই কেবল ন্যাপোলির শিরোপা নিশ্চিত হবে। ঘরের মাঠে সালেরনিতানার বিপক্ষে ন্যাপোলিকে জিততে হবে এবং দ্বিতীয় স্থানে ল্যাজিওকে ড্র বা হারতে হবে ইন্টার মিলানের কাছে।

পোলির জন্য সুবিধা হলো ইন্টারের মাঠ স্যানসিরোতে ল্যাজিওর ম্যাচটি শেষ হওয়ার আধাঘণ্টা পর শুরু হবে তাদের ম্যাচ। তাই পরিস্থিতি বুঝে উৎসবে মেতে ওঠার যথেষ্ট সময় তারা হাতে পাবে। ধারণা করা হচ্ছে, শনিবার থেকেই পার্টি শুরু হয়ে যাবে পর্যটন শহর নেপলসে। ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে মূলত নিরাপত্তা শঙ্কা থেকে। শনিবার নেপলসে ‘কমিক বুক কনভেনশন’ হচ্ছে, যা ইউরোপের অন্যতম বড় বই উৎসব। একই দিনে শহরে দুটি বড় অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা নিয়ে শহরের পুলিশ বিভাগ শঙ্কা প্রকাশের পরই ম্যাচ এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। সিরি ‘এ’ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, উদিনেসের বিপক্ষে ন্যাপোলির পরের ম্যাচটি ২ মে মঙ্গলবারের পরিবর্তে ৪ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। রোববার যদি সমীকরণ না মেলে তাহলে বৃহস্পতিবার ন্যাপোলির ঘরে শিরোপা ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে।

ন্যাপোলির এত আবেগে ভাসার কারণ রয়েছে। সর্বশেষ তারা শিরোপা জিতেছিল সেই ১৯৯০ সালে দিয়েগো ম্যারাডোনার হাত ধরে। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের দ্বিতীয় বাড়ি হলো এই ন্যাপোলি। ২০২০ সালের ২৫ নভেম্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি। তাঁকে সম্মান জানাতে নিজেদের স্টেডিয়ামের নাম ম্যারাডোনার নামে করেছে ন্যাপোলি। ম্যারাডোনার স্মৃতিবিজড়িত সেই স্টেডিয়ামে উৎসব হবে, আবেগে ভেসে যাওয়াটা তো খুবই স্বাভাবিক।
গত কয়েক মৌসুম ধরেই বেশ ভালো করছে ন্যাপোলি। কিন্তু শিরোপা জিততে পারছিল না। এর মধ্যে গত মৌসুমে ক্লাবের অন্যতম স্তম্ভ সেনেগালিজ ডিফেন্ডার খালিদু কুলেবালিকে চেলসির কাছে বিক্রি করে দেওয়া হয়। বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি ন্যাপোলির সমর্থকরা। ক্লাব ম্যানেজমেন্টের ওপর বিরক্ত হয়ে মাত্র হাজারখানেক

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২৯ এপ্রিল ২০২৩)

সমর্থক মৌসুমের শুরুতে ‘সিজন টিকিট’ কেনেন। সমর্থকদের এই ক্ষোভটাকেই কাজে লাগান ন্যাপোলির কোচ লুসিয়ানো স্প্যালেত্তি। এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রুশ ক্লাব রুবিন কাজান থেকে চুক্তি বাতিল করে ন্যাপোলিতে চলে আসেন জর্জিয়ান উইঙ্গার খভিচা কভারতসখেলিয়া। তাঁকে পেয়ে জ্বলে ওঠেন ২০২০ সালে লিলে থেকে আসা নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমহেন। এই জুটির সামনে কোনো ক্লাব দাঁড়াতেই পারছেন না। বিশেষ করে ওসিমহেন দুর্দান্ত ফর্মে আছেন। গোলের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। ৩৩ বছর আগে ম্যারাডোনা একা হাতে ন্যাপোলিকে শিরোপা জিতিয়েছিলেন। এবার ওসিমহেন-খভিচা জুটি শিরোপার দ্বারপ্রান্তে নিয়ে গেছেন ন্যাপোলিকে। এখন কেবল আনুষ্ঠানিকতার পালা।

এম/


 

উৎসব ম্যারাডোনা ন্যাপোলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন