প্রধানমন্ত্রী ঋষি সুনাক: ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের আস্থাভাজন যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য (এমপি) নাদিন ডোরিস দাবি করেছেন, ঋষি সুনাক একটি ‘জোম্বি পার্লামেন্ট’ চালাচ্ছেন, প্রধানমন্ত্রী হিসেবে কিছুই করেননি এবং তার রাজনৈতিক কোনো লক্ষ্যই নেই। পার্লামেন্ট থেকে পদত্যাগের আগে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাককে এমনই বকাঝকা (তিরস্কার) করেছেন তিনি।
গত শনিবার (২৬ আগস্ট) দিনের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তিনি। নাদিন ডোরিস গত জুনে জানিয়েছিলেন তিনি এমপি পদ ছাড়বেন। ঋষি এবং নাদিস দুজনই কনজারভেটিভ পার্টির সদস্য হলেও তাদের মধ্যে ব্যাপক মত পার্থক্য এবং ঝামেলা চলছিল। খবর রয়টারর্সের।
পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, এক বছর আগে আপনি দায়িত্ব নেওয়ার পর, একটি দেশ জোম্বি পার্লামেন্ট দ্বারা চলছে, যেখানে অর্থপূর্ণ কিছুই হয়নি। আসলে কিছু হয়েছে? বা কী অর্জিত হয়েছে?
তিনি আরো বলেছেন, আপনি অনির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, কোনো ভোট ছাড়া, এমনকি নিজ দলের এমপিদের ভোট ছাড়া। জনগণের কাছ থেকে আপনার কোনো ম্যান্ডেট নেই। সরকার ভেসে চলছে। আপনি দেশের ভালো কাজগুলো তছনছ করেছেন, কীসের জন্য?
প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময়ে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন। এরপর কনজারভেটিভ পার্টির প্রধান নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস। কিন্তু মাত্র ৪৫ দিন পরই অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে তিনিও পদত্যাগ করতে বাধ্য হন। এরপর কনজারভেটিভ পার্টির নতুন প্রধান নির্বাচিত হয়ে গত অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ঋষি সুনাক।
এসকে/