শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

একজন আদর্শ বন্ধু নির্বাচনে ইসলামের ৫ নির্দেশনা

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৪শে জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

মানুষ সামাজিক জীব। সামাজিকভাবে মানুষকে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে জীবনধারণ করতে হয়। নিজের প্রয়োজনেই সে তার বন্ধু বেছে নেয়। একজন মানুষের নির্বাচিত বন্ধু তার উপর প্রভাব বিস্তার করে তাকে উন্নতি বা ধ্বংসের পথে নিয়ে যেতে পারে।

সুতরাং, বন্ধু নির্বাচনের সময় আমাদের উচিত সতর্ক হওয়া। কোনো ব্যক্তির সাথে পরিচয় হলেই হুট করে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা বুদ্ধিমানের কাজ নয়। কাউকে বন্ধু হিসেবে গ্রহণের আগে তার গুণাবলী সম্পর্কে যথাযথ যাচাই বাছাই করে নেওয়া জরুরি। এ ক্ষেত্রেও রয়েছে ইসলামের নির্দেশনা।

এখানে সংক্ষেপে পাঁচটি গুণ উল্লেখ করা হলো, যে গুণাবলীর উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোনো ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণে সিদ্ধান্তে আপনাকে সাহায্য করবে।

১. জ্ঞানী ও বুদ্ধিমান

জ্ঞানহীন ও বুদ্ধিহীন বন্ধু আপনার জন্য কোনো উপকারে আসতে পারে না। সাধারণত এধরনের বন্ধুত্বের সম্পর্ক শেষ পর্যন্ত আপনার বিব্রত হওয়ার কারণ হতে পারে। হযরত আলী রাযি. বলেছেন, একজন মূর্খ ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপনকারী একজন ধৈর্য্যশীল ব্যক্তির ক্ষতি বয়ে আনতে পারে।

২. উত্তম চরিত্র

উত্তম চরিত্রের ব্যক্তি উত্তেজনার সময়ও নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং তার কোনো চাহিদা পূরণে সে ধৈর্য্যহীন হয় না। আলকামা আল-উতারিদি বলেন, এমন লোকের বন্ধু হও যে কোনও উত্তম কাজে তোমাকে সহায়তা করবে কিন্তু মন্দ কাজ থেকে তোমাকে বিরত রাখবে।

৩. পরহেজগার

কখনোই এমন লোককে নিজের বন্ধু হিসেবে বাছাই করবেন না যে নিকৃষ্টতর পাপ কাজে লিপ্ত এবং আল্লাহকে ভয় করে না। তার সাথে আপনার বন্ধুত্ব আপনার কাজকেও প্রভাবিত করবে। কুরআনে বলা হয়েছে, আর যার হৃদয়কে আমাদের নামকীর্তন থেকে আমরা বেখেয়াল করেছি আর যে তার খেয়াল-খুশির অনুসরণ করে আর যার কার্যকলাপ সীমালংঘন করে গেছে তুমি তার অনুসরণ করো না। (সূরা কাহাফ, আয়াত: ২৮)

৪. লোভ ও লালসা মুক্ত

মানুষের বন্ধুর চরিত্র তার উপর প্রভাব বিস্তার করে। আপনার বন্ধু যদি লোভী হয়, তবে তার লোভও আপনাকে লোভ করতে উৎসাহিত করবে। সুতরাং এধরনের বন্ধু থেকে দূরে থাকুন।

৫. সততা ও সত্যবাদিতা

একজন মিথ্যাবাদী ও অসৎ বন্ধু তার বন্ধুদের চরম ক্ষতির কারণ হতে পারে। প্রতিনিয়তই সে বিশ্বাস ভঙ্গ করায় তার অপকর্মের দায় তার বন্ধুদের প্রতি আসতে পারে। সুতরাং, এধরনের চরিত্রের লোকদের বন্ধুত্ব পরিহার করা উচিত।

আরো পড়ুন: লন্ডনের বিখ্যাত ট্রোকাডেরো ভবনে মসজিদ করার অনুমতি

হযরত আবদুল্লাহ রাযি. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সত্য বলা তোমাদের জন্য ফরজ, কেননা সত্য কল্যাণের দিকে নিয়ে যায় এবং কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়।- (মুসলিম)

আল্লাহ আমাদের জীবনে উত্তম বন্ধু বাছাই করতে পারার যোগ্যতা দান করুন।

এম এইচ ডি/ আইকেজে 

আল্লাহ রাসূল আদর্শ বন্ধু ইসলাম

খবরটি শেয়ার করুন