বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়েতে ১৩ ঘণ্টায় ১৫ লাখ টাকার টোল আদায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৯ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও অংশে চলাচলকারী যানবাহন থেকে গত ১৩ ঘণ্টায় ১৫ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব টোল আদায় করা হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, এই সময়ে মোট ১৮ হাজার ৭৫০টি যানবাহন চলাচল করেছে। মোট টোল আদায় হয়েছে ১৫ লাখ ২০ হাজার ৫৬০ টাকার।

এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেটের পথে ৯ হাজার ৭৩৭টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে তিন হাজার ১০৫টি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে দুই হাজার ৫১৫টি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ছয় হাজার ৭২৮টি গাড়ি এক্সপ্রেসওয়েতে উঠেছে।

গত শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

আরো পড়ুন: ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ের মধ্যে পার্থক্য কী

এক্সপ্রেসওয়ের টোল নির্ধারণ করে কয়েকদিন আগে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ফেজের জন্য প্রযোজ্য হবে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এসকে/ 





প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল আদায়

খবরটি শেয়ার করুন