শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গানের সুরে শিক্ষা কর্মকর্তা বলছেন মাদক গ্রহণের কথা, ভিডিও ভাইরাল *** এ মাসেই ২০০ আসনে প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে: সালাহউদ্দিন *** পশ্চিম তীর দখলে ইসরায়েলি পদক্ষেপের কঠোর নিন্দা জানাল বাংলাদেশ *** বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির *** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক

এখন মোটামুটি সব ওয়াক্তের নামাজ পড়ি: সোহেল রানা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার বরেণ্য চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক সোহেল রানা। একসময় নিজের দুর্দান্ত অভিনয়ে পর্দা কাঁপিয়েছেন এই অভিনেতা। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। তবে বর্তমানে পর্দায় খুব একটা দেখা যায় না সোহেল রানাকে। বলা চলে, অভিনয় থেকে দূরেই রয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নানান বিষয় নিয়ে কথা বলেন বরেণ্য এই অভিনেতা।

এ সময় তিনি জানান, প্রায় ২৫ বছর আগে আল্লাহ তায়ালা তাকে হজ পালন করার তৌফিক দিয়েছিলেন।

সোহেল রানা বলেন, বর্তমানে প্রতিদিনই একটা না একটা অসুস্থতা লেগেই আছে। এরপরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে—আমি কথা বলতে পারছি, আপনাদের সামনে আসতে পারছি। সবার সঙ্গে মেলামেশা করতে পারছি। এখন এভাবেই দিন কেটে যাচ্ছে।

হজ পালনের কথা উল্লেখ করে অভিনেতা বলেন, আমি অসুস্থ হওয়ার পরে হজে গিয়েছিলাম। প্রায় ২৫ বছর আগে আল্লাহ তায়ালা আমাকে হজ করার কপাল দিয়েছিলেন। এখন আমি ধর্মের বই পড়াশোনা করি। তবে আগের চেয়ে একটু বেশিই পড়াশোনা করি।

নামাজ পড়ার ক্ষেত্রে আগে যেমন ঈদের নামাজগুলো পড়তাম কিংবা সময় সুযোগ পেলে হয়তো নামাজ পড়তাম। এখন মোটামুটি সব ওয়াক্তের নামাজ পড়ি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আগে রোজা রাখা হতো, কিন্তু এখন অসুস্থতার কারণে রোজা রাখতে পারছি না। প্রতিদিন আমাকে ১৪টি ওষুধ খেতে হয়। এটা আমার খুব কষ্ট লাগে। এ ছাড়া বইও পড়া হয়।

চিত্রনায়ক আরও বলেন, আমি আগে থেকেই প্রচণ্ড গান শুনতাম। কিন্তু বরাবরই দুঃখ ছিল যে আমি গান গাইতে পারি না। গান শুনতে ভীষণ পছন্দ করি। আমার এখনও মনে আছে, আমি যখন এম এ পরীক্ষা দেই তখন টেপ-রেকর্ডার ছিল। আমি পড়ছিলাম, তখন আমার শিক্ষক বললেন— পরশু দিন তোমার পরীক্ষা আর তুমি গান শুনছো।

আমি তখন বললাম স্যার, এটা বন্ধ করে দিলে আমার আর পড়া হবে না। ওইটা বাজতে থাকুক, আমি গান শুনছি আর পড়াশোনা করছি। এখনও সেটাই করি, গান শুনি। গান শুনেও আমার অনেকটা সময় কেটে যায়। তবে আমি যেহেতু চিত্রজগতের মানুষ, তাই টেলিভিশনের কিংবা ছোট স্ক্রিন দেখে আসলে আমার মন ভরে না। এ কারণে খুব একটা দেখা হয় না।

ওআ/

নামাজ সোহেল রানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250