শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক *** যারা হ্যাঁ ভোটের সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম *** যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর *** নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ

বিশ্বকাপের স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি : বাবর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কলকাতায় বাংলাদেশের বিপক্ষে জয়ের পর বাবর বলেন, ‘অবশ্যই আমরা পরের দুই ম্যাচে জয়ের চেষ্টা করবো। দেখা যাক, এরপর আমাদের অবস্থান কি দাঁড়ায়। সামনের ম্যাচগুলোতে আমরা যতটা সম্ভব আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামতে চাই।’

সাত ম্যাচে তিন জয়ে পাকিস্তান ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে চতুর্থ স্থানে। 

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে তারা। শেষ দুটি ম্যাচে জয়ের পাশাপাশি টুর্নামেন্টে টিকে থাকতে হলে ১৯৯২ চ্যাম্পিয়নদের অন্য দলগুলোর ফলাফলের ওপরও নির্ভর করতে হবে।

বাংলাদেশের বিপক্ষে শাহিন শাহ আফ্রিদির ৩ উইকেট শিকারের পর ওপেনার ফখর জামান (৮১) ও আব্দুল্লাহ শফিক  (৬৮) মিলে ১২৮ রানের উদ্বোধনী জুটি গড়ে তুলেন। এ জুটির  ব্যাটিং দৃঢ়তায় ১০৫ বল হাতে রেখে ৩ উইকেটের বিনিময়ে পাকিস্তান জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

আরো পড়ুন : মিডিয়া বা কে কী বলছে সেটি দেখার মতো সময় নেই : লিটন দাস

ফখর সম্পর্কে বাবর আজম বলেছেন, ‘আমরা জানি যখন ফখর নিজের স্বাভাবিক খেলা খেলে তখন ২০-৩০ ওভার একটি ভিন্ন মাত্রা তৈরি হয়। সে কারণেই আমরাও তাকে স্বাভাবিক খেলা খেলতে উদ্বুদ্ধ করি। তার খেলা দেখা সবসময়ই আনন্দের। শাহিন দ্রুত উইকেট তুলে নিয়েছে। মূল কথা হচ্ছে মিডল ওভারে আমরা বাংলাদেশকে রান করতে দেইনি ও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছি।’

হাঁটুর ইনজুরির কারণে সাইডলাইনে থাকা ৩৩ বছর বয়সী ফখর জামান আসরে গতকাল দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। তিনি বলেন ‘এই জয়টির জন্য আমরা মুখিয়ে ছিলাম। বিশ্বকাপের প্রতিটি জয় আত্মবিশ্বাস বাড়ায়। বাকি দুটি ম্যাচেও আমরা জয়ী হতে চাই, আমাদের লক্ষ্য সেমিফাইনালে খেলা।’

সাত ম্যাচে ষষ্ঠ পরাজয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। কাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘এই মুহূর্তে তিনটি বিভাগেই আমাদের দলগতভাবে পারফর্ম করতে হবে। এখানে ব্যক্তিগত কোনও সাফল্যে আমাদের পক্ষে ম্যাচ জয় করা সম্ভব নয়।’

রাউন্ড রবিন লিগে এখনও বাংলাদেশের দুটি ম্যাচ বাকি আছে। ৬ নভেম্বর নয়াদিল্লিতে শ্রীলঙ্কা ও পাঁচদিন পর পুনেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ঐ ম্যাচগুলোতে নিজেদের ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব। এ সময় তিনি কলকাতার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এস/ আই. কে. জে/

বিশ্বকাপ বাবর শেষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250