সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফানুস উৎসবে বর্ণিল চট্টগ্রামের আকাশ *** এখন থেকে যেকোনো ভিসা নিয়ে ওমরাহ পালন করা যাবে: সৌদি আরব *** মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ই ডিসেম্বর *** বুলবুলই ফের বিসিবির সভাপতি, সহসভাপতি পদে চমক *** ইতিহাস গড়ে সোনার ভরি দুই লাখের ওপরে *** বিএনপির সরকার ভারতের সঙ্গে ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে *** বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে: বরকতউল্লা *** অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মী নুরুলের মৃত্যুর ১২ দিন পর সন্তান জন্ম দিলেন স্ত্রী *** সৌদি আরবে বাংলাদেশি সাধারণ শ্রমিক নিয়োগে ‘মাইলফলক’ চুক্তি *** নিজেকে জুলাই গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ মনে করেন না তারেক রহমান

এবার ওটিটি দুনিয়ায় জুটি বাঁধছেন মাহফুজ ও পরীমনি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন মাহফুজ আহমেদ ও পরীমনি। 'পড়ন্ত বিকেলে' নামের একটি ওয়েবফিল্মে এই দু'জনকে একসঙ্গে দেখা যাবে। ওয়েবফিল্মটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন রায়হান খান।  

গেল ঈদুল আজহাতে ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে দীর্ঘ আট বছর পরে রুপালি পর্দাতে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। ওটিটিতে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ওয়েব সিরিজ ‘অদৃশ্য’। এরই মধ্যে ভক্তদের জন্য দিলেন আরেকটি সুখবর।

জানা গেছে, অভিনেতা মাহফুজ আহমেদ ও পরীমনিকে নিয়ে নতুন ওয়েব ফিল্ম 'পড়ন্ত বিকেলে' নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, “মাহফুজ এবং পরীর সঙ্গে চূড়ান্ত আলাপ হয়েছে।

দুজনেই গল্পটি খুব পছন্দ করেছে। গল্প শুনে একেবারে চুপ হয়ে ছিল কিছুক্ষণ! এরপর সানন্দে রাজি হয়ে গেছে। এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে পুরোদমে। সেটা প্রস্তুত হলেই আমরা শুটিং শিডিউল ঠিক করব।”

পরিচালক চয়নিকা চৌধুরী  আরো বলেন, 'মাহফুজ আহমদ ও পরীমনি 'পড়ন্ত বিকেলে' ওয়েব ফিল্মের প্রাণ। তারা ছাড়া এই গল্প বানানো সম্ভব হবে না। আরও একজন নায়ক থাকবেন তাদের সাথে, তার নামটা এখন বলতে চাচ্ছিনা চমক হিসেবে থাকুক।

এমন গল্প বাংলাদেশের দর্শক আগে দেখেনি এইটুক শুধু বলতে পারি। দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার ধারণা। বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সাথে কথা হচ্ছে, দেখা যাক কী হয়।'

আরো পড়ুন: শাকিব পারিশ্রমিক চাইলেন এক কোটি টাকা, কী বললেন ডিপজল?

'পড়ন্ত বিকেলে' ওয়েব ফিল্মটি নির্মিত হবে থ্রিলারধর্মী রোমান্টিক গল্পে। এতে ‘সুপারস্টার চিত্রনায়িকা’রূপে দেখা যাবে পরীমণিকে। তাকে ঘিরে এগিয়ে যাবে ওয়েব ফিল্মটির কাহিনি।

এর আগে গত ঈদুল আজহায় চয়নিকা চৌধুরী পরিচালিত মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। সেসময় প্রেক্ষাগৃহে বেশ সাড়া জাগিয়েছিল মাহফুজ-বুবলী জুটি।

এসি/ আই. কে. জে/









মাহফুজ আহমেদ পরীমনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250