মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এবার চুমুর দৃশ্য নিয়ে আলোচনায় জয়া আহসান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান। বাংলাদেশের পর কলকাতার দর্শকদেরও মন জয় করে নিয়েছেন সুন্দরী এই নায়িকা। বর্তমানে এপার বাংলার চেয়ে ওপর বাংলার চলচ্চিত্রেই তার বেশি ব্যস্ততা। আসছে পূজায় মুক্তি পাবে জয়ার নতুন ছবি ‘দশম অবতার’।

দীর্ঘদিন বিরতির পর সৃজিত মুখার্জির সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘দশম অবতার’ নামের এই সিনেমার ট্রেইলার প্রকাশ হয়েছে রোববার (২৪ সেপ্টেম্বর)। প্রায় সোয়া তিন মিনিট দৈর্ঘের ট্রেইলারে একটি দৃশ্যে দেখা যায় জয়া আহসান ও অনির্বান ভট্টাচার্যকে চুম্বনরত অবস্থায়।

এছাড়া ট্রেইলারে আঁচ করা যাচ্ছে, কোনো এক ব্যক্তি নিজেকে ভগবান বিষ্ণুর দশম অবতার মনে করে একের পর এক খুন করে চলেছে। আর তাকেই খুঁজে বের করার মিশনে নামেন পুলিশ কর্মকর্তা প্রবীর রায় চৌধুরী ও ইনসপেক্টর পোদ্দার। ট্রেইলারের প্রায় পুরোটাই রহস্যের চাদরে মুড়ে রাখা হয়েছে।

আরো পড়ুন: পোষা কুকুর ডাইচির প্রতি মোনালি ঠাকুরের ভালোবাসা

এর আগেও ওপার বাংলার ‘রাজকাহিনী’ সিনেমায় জয়ার অন্তরঙ্গ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার জয়ার চুম্বন দৃশ্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকে তার এমন সাহসী অভিনয়ের প্রশংসাও করছেন, আবার কেউ কেউ করছেন সমালোচনা।  

এই সিনেমায় প্রবীর রায় চৌধুরীর ভূমিকায় আছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। খুনির চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

এসি/ আই.কে.জে



জয়া আহসান চুমুর দৃশ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন