ছবি-সংগৃহীত
সিনেমার পর্দার মতোই ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির জীবন অনেকটা নাটকীয়তায় ভরপুর। পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে সমোলোচনার শীর্ষে থাকা টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি অল্প বয়সেই নিজের বিবাহিত জীবন শুরু করেছেন।
মা হয়ে গিয়েছেন খুব তাড়াতাড়ি। ফলে বর্তমানে সিঙ্গেল হিসেবেই সময়টুকু উপভোগ করছেন এই অভিনেত্রী। এবার যা ক্যারিশমা তিনি দেখালেন তাতে চমকে গিয়েছেন সকলে।
এবার সুইমিংপুলে জলে নেমে খোলামেলা হয়ে ছবি তুলেছেন তিনি। সেই ছবি এখন নেটদুনিয়াজুড়ে ভাইরাল। উন্মুক্ত বক্ষ বিভাজিকা, গোলাপী রঙের টু পিস, অভিনেত্রী আগুন ছড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
শ্রাবন্তীর সুইমিংপুলে বসে তোলা ছবিগুলো তার ইনস্টাগ্রামে আপলোড করেছেন। ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গে তার ভক্তরা লুফে নিয়েছেন ছবিগুলো।
জানা গেছে, এ মুহূর্তে শ্রাবন্তী থাইল্যান্ডে ভ্রমণে গেছেন। সেখানেই সুইমিংপুলে তাকে এমন আবেদনময়ী রূপে দেখা গেছে।
একটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, তার ছেলে অভিমন্যু আর তার প্রেমিকা দামিনীকে সঙ্গে নিয়ে ঘুরতে গেছেন আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী। তার ছেলে অভিমন্যু মডেল দামিনী ঘোষের সঙ্গে প্রেম করছেন। গত বৃহস্পতিবার দামিনীর জন্মদিন ছিল। এ কারণেই হয়তো ঘুরতে গেছেন তারা-এমনটাই ধারণা করেছেন শ্রাবন্তীর নিকটজনরা।
আরো পড়ুন: নাম বললে সবাই আমাকে চেনেন, এটাই শ্রেষ্ঠ প্রাপ্তি : মাহি
শ্রাবন্তীর ইনস্টাগ্রামে প্রকাশ করা ছবিতে দেখা গেছে, গোলাপি বিকিনি পরেছেন। তার রূপে জলের মাঝে যেন উত্তাপ ছড়িয়ে পড়েছে। সেই উত্তাপ ছুঁয়েছে নেটিজেনদের হৃদয়ও।
এমন রূপে শ্রাবন্তীকে দেখে ভক্তরা কেউ কেউ সমালোচনা ও করছেন। আবার কেই বা প্রশংসায় ভাসাচ্ছেন প্রিয় অভিনেত্রীকে। কিন্তু এসবে তিনি নজর দিচ্ছেন না। তার কাছে জীবনটাকে উপভোগ করাই একমাত্র লক্ষ্য।
এসি/ আই.কে.জে/