বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

অনূর্ধ্ব-১৯

এশিয়া কাপ জয় বাংলাদেশের যুবাদের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপে প্রথম শিরোপার লড়ায়ে সংযুক্ত আরব আমিরাতকে শত রানের নিচে গুড়িয়ে দিয়ে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হল বাংলাদেশের যুবারা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উপস্থিত শ’খানেক প্রবাসী বাংলাদেশি সাক্ষী হলেন টাইগার ক্রিকেটারের নতুন কীর্তির। বিজয় দিবসের ঠিক একদিন পর দুবাই থেকে ভেসে এলো টাইগার ক্রিকেটের অনন্য অর্জনের খবর। 

এশিয়া কাপের ফাইনালে আরব আমিরাতকে বাংলাদেশ হারালো ১৯৫ রানের বড় ব্যবধানে। জুনিয়র টাইগারদের দেওয়া ২৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে আরব আমিরাত অলআউট হয়েছে মাত্র ৮৭ রানে। 

রোববার (১৮ই ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ফাইনালের লড়াইয়ে টস জিতে টাইগার যুবাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আমিরাতের অধিনায়ক আফজাল খান।

ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। আশিকুর রহমান শিবলির সেঞ্চুরি, মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলামের ফিফটিতে বড় সংগ্রহ গড়ে তারা। পরে বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে প্রতিপক্ষে একশর আগে গুঁড়িয়ে এই প্রতিযোগিতার শিরোপা জেতে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশের মেয়েদের ছিল এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের কীর্তি। ছেলেদের জাতীয় দল না পারলেও যুবারা ঠিকই এনে দিল এই শিরোপা। এর আগে ২০২০ সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় যুবাদের হাত ধরেই।

আরো পড়ুন: দুবাইকে ২৮৩ রানের বিশাল লক্ষ্য দিলো বাংলাদেশ

দলের জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন শিবলি। আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরিতে করেন ১২৯ রান। তার ১৪৯ বলের ইনিংসটি সাজানো ১ ছক্কা ও ১২ চারে। ম্যাচ সেরা এই ওপেনার ছাড়া আর কে! এনিয়ে চলতি এশিয়া কাপে চারবার ম্যাচ সেরা হলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

তিনে নেমে ১ ছক্কা ও ৪টি চারে ৬০ রান করেছেন রিজওয়ান। ঝড়ো ফিফটি উপহার দিয়েছেন আরিফুল। ৪০ বলে ৬ চারে করেছেন ঠিক ৫০ রান। শেষ দিকে ১১ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

আমিরাতকে অল্পতে গুঁড়িয়ে দেওয়ার পথে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন দুই পেসার মারুফ মৃধা ও রোহানার বর্ষণ। দুটি করে প্রাপ্তি ইকবাল হোসেন ইমন ও শেখ পারভেজ জীবনের।

এসকে/ 

বাংলাদেশ জয় আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

খবরটি শেয়ার করুন