ছবি: সুখবর
সংযুক্ত আরব আমিরাতকে বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয় করেছে বাংলাদেশের যুবারা। ফাইনালে স্বাগতিককে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা ঘরে তুলল জুনিয়র টাইগাররা। অপরাজিত চ্যাম্পিয়ন হলো টাইগার যুবারা। যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
রোববার (১৭ই ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বিজয়ের মাসে জুনিয়র টাইগারদের এশিয়া কাপ জয় নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের ও গর্বের। এবারের বিজয় মাসটি যেনো শুধুই ক্রিকেটের। শুধুই বিজয়ের, উদযাপনের।
একদিন আগেই গেছে ১৬ই ডিসেম্বর, বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবময় দিন। দিনটায় দক্ষিণ আফ্রিকার মাটিতে বিজয় কেতন উড়িয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল, ব্যাটে-বলে শাসন করে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছেন মুর্শিদা-জ্যোতিরা। পরের দিন বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা ওড়ালো বাংলাদেশের যুবারা। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। আমি উভয় দলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আরো পড়ুন: এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় যুবাদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
উল্লেখ্য, আজ রবিবার (১৭ ডিসেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ২৮২ রানের জবাবে ৮৭ রানে অলআউট হয়েছে আরব আমিরাত যুবদল। স্বাগতিক দেশকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব গড়ে টাইগার যুবারা।
এসকে/
খবরটি শেয়ার করুন