ছবিঃ সংগৃহীত
দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। ৩০ আগস্ট থেকে পাকিস্তান এবং শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজন হবে এই টুর্নামেন্ট। এরই মধ্যে এশিয়া কাপের ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস।
কমেন্ট্রি প্যানেলে সবচেয়ে বেশি ধারাভাষ্যকার থাকবেন ভারতের, ১১ জন। পাকিস্তানের থাকবেন ৪ জন। সহআয়োজক শ্রীলঙ্কারও একজন ধারাভাষ্যকার রাখা হয়েছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং জিম্বাবুয়ে থেকে নিরপেক্ষ ধারাভাষ্যকার আছেন তিনজন। তবে বাংলাদেশ থেকে কাউকে রাখা হয়নি।
ভারতের ধারাভাষ্য প্যানেলে যারা থাকছেন-
ভারত: রবি শাস্ত্রী, গৌতম গম্ভীর, হরভজন সিং, ইরফান পাঠান, পিযুশ চাওলা, সঞ্জয় ব্যাঙ্গার, সঞ্জয় মাঞ্জেরকর, দীপ দাসগুপ্ত, মোহাম্মদ কাইফ, আদিত্য তারে, রজত ভাটিয়া।
পাকিস্তান: ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, আমির সোহেল, বাজিদ খান।
শ্রীলঙ্কা: মারভান আতাপাত্তু
নিরপেক্ষ: অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে), ম্যাথিউ হেইডেন (অস্ট্রেলিয়া), ডমিনিক কর্ক (ইংল্যান্ড)।
এসকে/
খবরটি শেয়ার করুন