ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে এটাই শেষ পরীক্ষা-নিরীক্ষার সিরিজ বলে জানিয়েছেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ঈদের আগে এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত তিন দিনের টানা অনুশীলনে খেলোয়াড়রা বেশ চনমনে হয়ে উঠেছেন। বাড়তি মেদ বা জড়তা ঝেড়ে এখন ঝরঝরে সবাই। রুদ্ধদ্বার ও উন্মুক্ত সেশনগুলোতে ক্রিকেটারদের নিবিড়ভাবে দেখে নিয়েছেন কোচ। এবার সবাইকে গেম প্ল্যান দেওয়ার পালা। হাথুরুসিংহে সেটা শুরুও করে দিয়েছেন। কারণ আফগানিস্তানের বিপক্ষে কাল শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট ম্যাচ জয়ের ছন্দ এক দিনের ক্রিকেটেও ধরে রাখতে চায় বাংলাদেশ।
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের উইকেট কিছুটা ব্যাটিংবান্ধব হয়ে থাকে। যেটাকে স্পোর্টিং উইকেটে রূপ দেওয়া কঠিন কিছু নয়। প্রতিপক্ষের বোলিং বিবেচনায় পেস বোলারদের অনুকূল উইকেট চাওয়া হয়েছে কিউরেটরের কাছে। তিন দিন আগে পিচ দেখে খুশি কোচ, ‘পিচ দেখে ভালোই মনে হচ্ছে। গতকাল (রোববার) দেখেছিলাম, ম্যাচের তিন দিন আগের দেখা। আমি খুশি পিচ শক্ত রাখায়।’
বাংলাদেশ একপেশে খেলে টেস্ট ম্যাচ জিতলেও ওয়ানডে সহজ হবে না। রশিদ খানদের ওয়ানডের সাম্প্রতিক রেকর্ড বেশ ভালো। বিশ্বকাপ সুপার লিগে ১৫টি ম্যাচ খেলে ১১টিতে জিতেছে তারা। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজকে যেখানে বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট খেলতে হয়েছে, সেখানে আফগানিস্তান সরাসরি বিশ্বকাপ খেলছে। সফরকারীদের এ রেকর্ড ভালো করেই জানা হাথুরুসিংহের, ‘সম্প্রতি ভালো ক্রিকেট খেলেছে তারা। খুবই ভালো বোলিং ইউনিট দল। তাদের শীর্ষ চার ব্যাটার কয়েক বছর ধরে প্রতিষ্ঠিত। তারা ওয়ানডেতে দুর্দান্ত একটি দল।’
প্রতিপক্ষের প্রতি সম্মান দেখালেও টাইগার কোচের লক্ষ্য প্রভাব বিস্তার করে ম্যাচ খেলা, ‘আমরা সেটা করতে চাই (প্রভাব বিস্তার করে খেলা)। যদিও এটা ভিন্ন সংস্করণ এবং অন্য একটি দল খেলবে। আমরা খুশি যে টেস্ট ম্যাচ জয় নিয়ে নামতে পারছি।’
ছবি: সংগৃহীত
বাংলাদেশের পরিকল্পনা এখন বিশ্বকাপকেন্দ্রিক। এশিয়া কাপের আগে টাইগারদের শেষ ওয়ানডে সিরিজ এটি। মিডলঅর্ডারে কিছুটা পরীক্ষানিরীক্ষা করে দেখতে চান কোচ, ‘আগের সিরিজে কিছু সুযোগ দেওয়া হয়েছে। এই সিরিজেও কয়েকজন খেলোয়াড়কে ম্যাচে দেখতে চাই। এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য কাউকে প্রয়োজন হলে দেখার সুযোগ থাকবে না। সে কারণে ক্রিকেটারদের সুযোগ করে দেওয়া।’
আরো পড়ুন:শতভাগ ফিট না হলেও খেলবেন তামিম
এম/