শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ওয়েবসাইট ব্রাউজ করেও তথ্য দেবে চ্যাটজিপিটি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

চ্যাটজিপিটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিভিত্তিক মেশিন লার্নিং মডেল। ২০২১ সাল পর্যন্ত ইন্টারনেটে থাকা প্রচুর তথ্য বা ডেটা ব্যবহার করে একে প্রশিক্ষিত করা হয়েছে। এই বিশাল তথ্যভান্ডারে থাকা তথ্য কাজে লাগিয়েই চ্যাটবট বিভিন্ন কাজ করে থাকে। এ জন্য ২০২১ সালের পরে ঘটে যাওয়া কোনো ঘটনার তথ্য, সংবাদ অনলাইন থেকে খুঁজে প্রতিক্রিয়া জানাতে পারে না চ্যাটজিপিটি।

সম্প্রতি পুরোনো তথ্য দিতে পারে না চ্যাটজিপিটি- এই অপবাদ দূর করছে ওপেনএআই। এখন থেকে প্রয়োজনীয় ওয়েবসাইট ভিজিট করে রিয়েল টাইম ভিত্তিতে আপনার সব প্রশ্নের উত্তর খুঁজবে চ্যাটজিপিটি। 

তবে এই ফিচার এখন কেবল প্লাস এবং এন্টারপ্রাইজ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। চ্যাটজিপিটি-৪ এর মাধ্যমেও এই ফিচারের সব সুবিধা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

ওপেনএআই জানিয়েছে, সব চ্যাটজিপিটি ব্যবহারকারীরা এই ওয়েব ব্রাউজিংয়ের ফিচার পর্যায়েক্রমে ব্যবহার করতে পারবেন। ব্রাউজিং ক্ষমতাটি টেকনিক্যাল রিসার্স থেকে শুরু করে গ্যাজেট বাছাই বা আপনার ছুটি কাটানোর পরিকল্পনা পর্যন্ত সবকিছু রিয়েল টাইম ভিত্তিতে প্রদান করবে।

চ্যাটজিপিটি Browser With Bing নামের একটি এক্সটেনশনও থাকছে। যার মাধ্যমে চ্যাটজিপিটির ব্রাউজিং ক্ষমতার সাহায্য নিতে পারবেন।

আরো পড়ুন : মেটার স্মার্ট চশমা দিয়ে চোখে যা দেখবেন তাই লাইভ হবে

এই মুহূর্তে চ্যাটজিপিটির দুই প্রতিদ্বন্দ্বী গুগলের বার্ড এবং মাইক্রোসফটের বিং সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারকারীদের ব্রাউজিং ফিচার অফার করছে।

চলতি বছরের জুনে আইওএস ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটি ওয়েব ব্রাউজিং ফিচার চালু করলেও তা কয়েকদিনের মধ্যেই বন্ধ করে দেয়। কারণ ব্যবহারকারীরা এই চ্যাটবটকে কাজে লাগিয়ে পেওয়াল কনটেন্টের অ্যাক্সেস নিতে শুরু করে দেয়।

সূত্র: দ্য ভার্জ

এসকে/ 


কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি এআই গুগল

খবরটি শেয়ার করুন