শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কনটেন্ট নির্মাতাদের অর্থ পরিশোধ শুরু করছে টুইটার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

টুইটারের মালিক ইলন মাস্ক কয়েক মাস আগে ঘোষণা দেন, কিছু সংখ্যক ব্যবহারকারী প্ল্যাটফর্মের বিজ্ঞাপনী আয়ের ভাগ পাবেন। এবার ওই ঘোষণাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

সামাজিক মাধ্যমটির জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের কাছে আপডেট এসেছে, তারা ওই অর্থ পেয়ে যাবেন ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যেই’।

তবে, এই ‘রেভিনিউ শেয়ারিং’ প্রকল্প কেবল তাদের বেলায় প্রযোজ্য, যারা আর্থিক ফি’র বিনিময়ে ‘ব্লু’ গ্রাহক সেবা ব্যবহার করছেন। আর টুইটের জবাবে দেখানো বিজ্ঞাপনের ভিত্তিতে এই অর্থের পরিমাণ নির্ধারণ করার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

এখনপর্যন্ত এই অর্থের পরিমাণ কয়েক হাজার থেকে প্রায় ৪০ হাজার ডলার পর্যন্ত দেখা গেছে। আর এটা তারাই পাবেন, যাদের কয়েক মিলিয়ন ফলোয়ার রয়েছে। এক থ্রেড পোস্টে টুইটার বলছে, এই মাসের শেষ নাগাদ আরও বেশি কনটেন্ট ক্রিয়েটরের কাছে এই সুবিধা পৌঁছাবে।

এই অর্থ পরিশোধ ব্যবস্থা কী উপায়ে নির্ধারণ করা হয়েছে বা বিজ্ঞাপনী আয়ের কতভাগ টুইটার নিজের কাছে রাখছে, সেটি এখনও পরিষ্কার নয়। তবে, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা টুইটগুলোয় তিন মাসে অন্তত ৫০ লাখ সম্পৃক্ততা থাকার কথা প্রতিবেদনে লিখেছে ভার্জ।

রক্ষণশীল ইউটিউবার বেনি জনসন পোস্ট করেন, মাস্কের টুইটার কার্যক্রম শেয়ার করা ‘@Elon_alerts’ নামের অ্যাকাউন্টের জন্য তিনি প্রায় ১০ হাজার ডলার পর্যন্ত অর্থ পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তিনি আরও বলেন, তাকে এখন দুই হাজার দুইশ ডলার অর্থ পরিশোধের বার্তা পাঠিয়েছে টুইটার।

মাস্ক এক টুইটে বলেন, ফেব্রুয়ারিতে প্রথম প্রকল্পটির ঘোষণার ওপর ভিত্তি করে এই অর্থ পরিশোধ করা হচ্ছে।

আরো পড়ুন:খবর পড়ছেন সঞ্চালক, তবে তিনি মানুষ নন!

এই বিজ্ঞাপনী আয় ভাগাভাগির পদক্ষেপ এমন সময় এল, যখন মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে টুইটারের আধিপত্য হুমকির মুখে। গত সপ্তাহে ‘থ্রেডস’ নামে একই ধরনের অ্যাপ চালু করেছে মেটা, যা উন্মোচনের পাঁচ দিনেই ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে।

এর কয়েকদিন আগে ‘ডেটা স্ক্রেপিং ও সিস্টেম ম্যানিপুলেশন’কে কারণ দেখিয়ে ব্যবহারকারীর টুইট দেখার সংখ্যায় লাগাম টানার ঘোষণা দেন মাস্ক। বিজ্ঞাপননির্ভর কোম্পানিটির এই পদক্ষেপকে ‘চমকপ্রদ কৌশল’ বলে আখ্যা দিয়েছে ভার্জ। অন্যদিকে আইটি সেবাদাতা কোম্পানি ক্লাউডফ্লেয়ারের ডেটা দেখাচ্ছে, জানুয়ারির পর থেকে প্ল্যাটফর্মটির ব্যবহার ‘কমছে’।

এম/


টুইটার

খবরটি শেয়ার করুন