বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

আজকের গুগল ডুডলে রয়েছে গেম খেলার নানান সুবিধা !

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৪

#

বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। আজ গুগলের হোমপেজ খুললেই চোখে পড়ছে ছোট্ট জিআইএফ। লেখা আছে ‘রাইস অব দ্য হাফ মুন’।

নভেম্বরের এই বিশেষ সময়কে ফুটিয়ে তুলতেই গুগলেত এই বিশেষ ভাবনা। তবে আজকের ডুডলে রয়েছে বিশেষ চমক। এই ডুডলের মাধ্যমে একটি গেম খেলতে পারবেন ব্যবহারকারীরা। সঠিক জায়গায় চাঁদ বসিয়ে গেম জেতা যাবে। এই খেলার মাধ্যমে লুনার বিভিন্ন অবস্থান এবং দশা সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা।

এই ইন্টারেক্টিভ ডুডলটি নভেম্বরের চূড়ান্ত অর্ধচন্দ্র উদযাপন করতেই করা হয়েছে। এই মাসিক পুনরাবৃত্ত কার্ড গেমটি আপনাকে চন্দ্র চক্র সম্পর্কে আপনার জ্ঞান পরীক্ষা করার জন্য চাঁদের বিরুদ্ধে খেলতে আমন্ত্রণ জানায়। চাঁদের সম্পর্কে আপনার ধারণা কতটুকু বিস্তর তা বুঝতে পারবেন গেমটি খেললে।

আরো পড়ুন : টুইটারের মতোই ব্লুস্কাই, সবাই কেন ছুটছে এই অ্যাপে?

ডুডল গেমটিতে অংশগ্রহণকারীদের চাঁদের বিভিন্ন ধাপের সঙ্গে মিলিত হতে হবে একটি পূর্ণিমার জুটি তৈরি করতে। এটি একটি সংক্ষিপ্ত পরিচায়ক সেগমেন্টও রয়েছে যা ব্যবহারকারীদেরকে কৌতুকপূর্ণ চ্যালেঞ্জে নিয়ে যাওয়ার আগে নভেম্বরের হাফ মুনের গুরুত্ব ব্যাখ্যা করবে।

গেম জিততে ব্যবহারকারীদের তিনটি স্তর অতিক্রম করতে হবে। গুগল ইঙ্গিত দিয়েছে যে বিজয়ীদেরও একটি উপহার দিয়ে পুরস্কৃত করা হতে পারে। তারা নয়টি নতুন বোর্ডের মাধ্যমে নভেম্বরের চারটি নতুন ওয়াইল্ডকার্ড আনলক করতে পারে।

বিশেষ দিন উপলক্ষে হামেশাই নতুন রকমের ডুডল প্রকাশ করে গুগল। এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি ডুডল বানানো হয়েছে গুগলের পক্ষ থেকে। প্রথমবারের বিশেষ ডুডল প্রকাশিত হয় ১৯৯৮ সালের ৩০শে আগস্ট। তবে একেবারে নতুন রূপে বিশেষ ডুডল তৈরি শুরু হয় ২০০৫ থেকে। ২০১০ সাল থেকে গুগল ডুডলে ছোট ছোট গেম খেলারও প্রচলন শুরু হয়। তারপর থেকে যত দিন এগিয়েছে ততই নতুনভাবে আত্মপ্রকাশ করেছে এই বিশেষ ডুডল।

এস/কেবি

গুগল ডুডল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন