শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ! *** ভারতের মথ ডাল এ দেশে এসে মুগ ডাল হয়ে যাচ্ছে কেন *** জাহানারা ইমামের ব্যক্তিগত বই কেজি দরে বিক্রি করেছে বাংলা একাডেমি *** ‘শেখ হাসিনাকে নিয়ে ভারতের পরিকল্পনা ফাঁস করল বিবিসি’ *** বিএনপি আলোচনায় বসতে রাজি নয়, জানালেন জামায়াত নেতা

আজকের গুগল ডুডলে রয়েছে গেম খেলার নানান সুবিধা !

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৪

#

বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। আজ গুগলের হোমপেজ খুললেই চোখে পড়ছে ছোট্ট জিআইএফ। লেখা আছে ‘রাইস অব দ্য হাফ মুন’।

নভেম্বরের এই বিশেষ সময়কে ফুটিয়ে তুলতেই গুগলেত এই বিশেষ ভাবনা। তবে আজকের ডুডলে রয়েছে বিশেষ চমক। এই ডুডলের মাধ্যমে একটি গেম খেলতে পারবেন ব্যবহারকারীরা। সঠিক জায়গায় চাঁদ বসিয়ে গেম জেতা যাবে। এই খেলার মাধ্যমে লুনার বিভিন্ন অবস্থান এবং দশা সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা।

এই ইন্টারেক্টিভ ডুডলটি নভেম্বরের চূড়ান্ত অর্ধচন্দ্র উদযাপন করতেই করা হয়েছে। এই মাসিক পুনরাবৃত্ত কার্ড গেমটি আপনাকে চন্দ্র চক্র সম্পর্কে আপনার জ্ঞান পরীক্ষা করার জন্য চাঁদের বিরুদ্ধে খেলতে আমন্ত্রণ জানায়। চাঁদের সম্পর্কে আপনার ধারণা কতটুকু বিস্তর তা বুঝতে পারবেন গেমটি খেললে।

আরো পড়ুন : টুইটারের মতোই ব্লুস্কাই, সবাই কেন ছুটছে এই অ্যাপে?

ডুডল গেমটিতে অংশগ্রহণকারীদের চাঁদের বিভিন্ন ধাপের সঙ্গে মিলিত হতে হবে একটি পূর্ণিমার জুটি তৈরি করতে। এটি একটি সংক্ষিপ্ত পরিচায়ক সেগমেন্টও রয়েছে যা ব্যবহারকারীদেরকে কৌতুকপূর্ণ চ্যালেঞ্জে নিয়ে যাওয়ার আগে নভেম্বরের হাফ মুনের গুরুত্ব ব্যাখ্যা করবে।

গেম জিততে ব্যবহারকারীদের তিনটি স্তর অতিক্রম করতে হবে। গুগল ইঙ্গিত দিয়েছে যে বিজয়ীদেরও একটি উপহার দিয়ে পুরস্কৃত করা হতে পারে। তারা নয়টি নতুন বোর্ডের মাধ্যমে নভেম্বরের চারটি নতুন ওয়াইল্ডকার্ড আনলক করতে পারে।

বিশেষ দিন উপলক্ষে হামেশাই নতুন রকমের ডুডল প্রকাশ করে গুগল। এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি ডুডল বানানো হয়েছে গুগলের পক্ষ থেকে। প্রথমবারের বিশেষ ডুডল প্রকাশিত হয় ১৯৯৮ সালের ৩০শে আগস্ট। তবে একেবারে নতুন রূপে বিশেষ ডুডল তৈরি শুরু হয় ২০০৫ থেকে। ২০১০ সাল থেকে গুগল ডুডলে ছোট ছোট গেম খেলারও প্রচলন শুরু হয়। তারপর থেকে যত দিন এগিয়েছে ততই নতুনভাবে আত্মপ্রকাশ করেছে এই বিশেষ ডুডল।

এস/কেবি

গুগল ডুডল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250