সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: রক্তস্নাত আমার আঙিনা -খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

রক্তস্নাত আমার আঙিনা

------খোকন কুমার রায় 

এ ভাবে বাঁচতে চাই না আর 

এর চেয়ে ভালো বাঁচা 

কাকপক্ষী কিংবা শেয়ালের! 


প্রতিদিন প্রতিক্ষণ দুঃসহ যন্ত্রণা 

রোজ এতো অপমৃত্যু আর হত্যা! 


যে শিশু বুঝেই নি জীবনের মানে কি

খেলা ঘরেই হচ্ছে  জীবনের সমাপ্তি! 


বিশ্ব বোঝাই  উম্মাদ আর দানবে 

চলছে লড়াই  কত বেশি কে নিবে!


করছে উল্লাস তারা মৃত্যুর মিছিলে 

আপন আঙ্গিনা রাঙায় মানব রক্তে।


ডাকাত আর দানবে সব দখল নিচ্ছে যে

চুপচাপ বসে বসে তুমি কি ভাবছ হে

তোমাকেও লুন্ঠিবে নাই দিন বেশি আর

পাবে ফল সেদিন আজকের নিরবতার!


আরো পড়ুন: কবিতা: শুভম সুন্দর —ভীষ্মদেব বাড়ৈ

খোকন কুমার রায় রক্তস্নাত আমার আঙিনা

খবরটি শেয়ার করুন