শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: অর্পিত —খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি-প্রতীকী

অর্পিত

——খোকন কুমার রায় 

অর্পিত হয়ে আছি তোমাদের কাছে

যা খুশি কর, মার বা রাখ অন্তর্বাসে

জন্ম হতেই সমর্পিত হয়েছে সম্মান

আপসে আপসে আজ প্রাণ ম্রিয়মান!

 

নিজ ভূমিতে আজ আমি বর্গাচাষী

আতংকে অন্দরে কাঁদে প্রিয় প্রেয়সী 

কখন কার লাগে আঘাত, কণ্ঠ রুদ্ধ রাখি

কষ্টে শুধু ডানা ঝাপটায়, বন্দী মন পাখি।


যা খুশি করবার শুধু তোমাদের অধিকার 

কত কিছু ঘটে নিয়ত নাই যে প্রতিকার

দুটো চোখ বিস্ফোরিত, অবাক হয়ে দেখি

অন্ধকারে ডুবেছে সব তবু আঁধারেই লিখি।


যে শিশু নিচ্ছে জন্ম এই ঘোর অন্ধকারে 

দু’চোখে দেখবে আলো সে কী করে?

কে করবে বিহিত, কোথায় যে থাকে সে

তার সন্ধানে মরি ঘুরে রোজ এই আঁধারে!


আরো পড়ুন: কবিতা: নিষিদ্ধ (আমি) —খোকন কুমার রায়

কবিতা খোকন কুমার রায়

খবরটি শেয়ার করুন