ছবি: সংগৃহীত
প্রাণহীন শুষ্ক বচন
-- নীলিমা শীল
পূর্ণচ্ছেদ টেনে দাও যখন তখন,
জোড়া দিতে চলে ভিন্ন ভিন্ন যতির ব্যবহার,
প্রলম্বিত করতে কমা, সেমিকোলন, ড্যাস কিংবা হাইফেনের প্রয়োগ ঘটে;
কখনো কখনো সেই ব্যবহার ঠিক বিধিবদ্ধ হয় না,
বরং খানিক জোরপূর্বক ।
পেন্সিলে দাগা যতিচিহ্ন কখনো ভেদ করে একটা ছোট সরল বাক্য রচিত হয় ,
জানি সেও প্রাণহীন শুষ্ক বচন--
সেখানে থাকে লৌকিকতা কিংবা ঔদার্যের দায়!
যদিও তাতেই চলে রূপ-রসের খোঁজ,
আবার জোয়ার জাগে,
খড়কুটো আঁকড়ে বাঁচার প্রাণান্তকর চেষ্টা!
কতবার হলো এমন!
একবার সেটা না করলে,
বিপরীতে দিক থেকে অমোচনীয় কালির স্থায়ী বিরাম পড়তে সময় লাগবে না, জানি।