মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কমেছে চালের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের চালের দাম। কেজিপ্রতি চালভেদে কমেছে ৩ থেকে ৬ টাকা। সরকারিভাবে কার্ডের মাধ্যমে চাল বিতরণ করার কারণে ক্রেতা সংকটের ফলে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

মঙ্গলবার (১০ অক্টোবর) হিলি বাজার ঘুরে পাওয়া তথ্য মতে, বর্তমানে হিলি বাজারে সম্পাকাটারি চাল কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৪ টাকায়, আটাশ জাতের চাল কেজিতে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৪ টাকায় এবং মিনিকেট জাতের চাল ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫২ টাকা দরে।

হিলি বাজারে চাল কিনতে একজন বলেন, আমরা গরিব মানুষ। রিকশা চালিয়ে প্রতি ২০০ থেকে ৩০০ টাকা আয় করি। বাজারে প্রায় সব নিত্যপণ্যের দামই বেশি। এক কেজি চালের দাম ৫০ টাকার ওপরে। দুই কেজি চাল কিনে অন্য বাজার করতে গেলে আমাদের টাকা শেষ হয়ে যায়। তবে এরমধ্যেও চালের দাম কিছুটা কমেছে। তবে ৪০ টাকার নিচে প্রতিকেজি চালের দাম হলে আমাদের গরিব মানুষগুলোর জন্য সুবিধা হতো।

আরো পড়ুন: আমদানি বাড়ায় পেঁয়াজের দাম কমার সম্ভাবনা

হিলি বাজারের চাল ব্যবসায়ী স্বপন কুমার গণমাধ্যমকে বলেন, হিলি বাজারে চালের দাম কিছুটা কমেছে। কেজিপ্রতি ৩ থেকে ৬ টাকা কমেছে। কারণ সরকারিভাবে উপজেলার বিভিন্ন স্থানে চাল বিক্রি করা হচ্ছে। এমনকি বিভিন্ন ইউনিয়নেও চাল দেওয়া হচ্ছে। যার ফলে ক্রেতা অনেকটাই কমে গেছে। এই জন্য মোকামে চালের দাম কমেছে। বাজারে চাল পর্যাপ্ত আছে। দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই।

এসকে/ 

চালের দাম দাম কমেছে হিলি সম্পাকাটারি চাল আটাশ জাতের চাল মিনিকেট জাতের চাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250