রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতা থেকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন লিটন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৮ পূর্বাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৩

#

লিটন কুমার দাস। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েছেন লিটন কুমার দাস। শুক্রবার (১৪ এপ্রিল) হাদরাবাদের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। তার আগে দেশবাসীকে বৈশাখের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

ইডেন গার্ডেন্সে নিজেদের তৃতীয় জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে কলকাতা। ধারণা করা হচ্ছে এই ম্যাচেই অভিষেক হবে লিটনের। জয়ের ধারায় থাকলেও ওপেনিং জুটি তেমন স্বস্তি দিতে পারছে না কেকেআরকে। তাই লিটনের অভিষেক আজ হলেও হতে পারে।

লিটনের আজ অভিষেক হবে কিনা তা পরে জানা যাবে। তার আগে সবাইকে বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন লিটন। আজ থেকে শুরু হয়েছে বাংলা বর্ষ ১৪৩০। নিজের ফেসবুক আকাউন্টের লিটন লিখেছেন, 'আশা করি অতীতের সব গ্লানি মুছে দিয়ে নতুন বাংলা বছর আপনার জীবনে নতুন দিগন্ত বয়ে আনবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।'

কলকাতার হয়ে এবার লিটনের সঙ্গে সাকিবেরও খেলার কথা ছিল। তবে জাতীয় দল ও ডিপিএলের খেলা থাকায় নাম প্রত্যাহার করে নেন সাকিব। লিটন খেলতে এখন কলকাতায় অবস্থান করছে। আইপিএলে আরেক বাংলাদেশি ক্রিকেটারের অভিষেকের অপেক্ষায় সবাই। বাংলার প্রথম দিনেই লিটনের অভিষেকটা হলে মন্দ হয় না।  

এম/
 

আইপিএল শুভেচ্ছা লিটন কুমার দাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন