ছবি: সংগৃহীত
কিছুদিন আগেই ৭৬তম কান উৎসবে বলিউড তারকা সারা আলি খানের কান অভিষেক পর্ব সেরেছেন। সেই সুবাদে প্রথমবার কাছ থেকে দেখেছেন বিশ্ব সিনেমার সবচেয়ে বড় ও জমকালো উৎসবের চালচিত্র।
এমনকি সাদা কালো পিঠ খোলা গাউনে কানের রেড কার্পেটে নজর কারা বলিউড সুন্দরী সারার সঙ্গে দেখা হয়েছে হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিওর।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কান ফিল্ম ফ্যাস্টিভ্যালের অভিজ্ঞতার কথা জানান সারা আলী খান। সেখানে শুধু রেড কার্পেট হাঁটা নয়, কান ফেস্টিভ্যালে ভারতের সংস্কৃতি, সিনেমা ও আর্ট নিয়ে নিজের মতামত তুলে ধরেন বলিউডের নবাব কন্যা।
তিনি জানান, 'বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছি আমি। সেসব নিয়ে উদযাপনও করেছি। পৃথিবীর নানা প্রান্তের অভিনেতাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। সৌদি আরব, ইজিপ্ট, লেবানন, প্যারিস! আমি লিওনার্দো ডি’ক্যাপ্রিওর সঙ্গেও দেখা করেছি। আবেগ, স্থান সম্পূর্ণ আলাদা হলেও শুধু অভিনয়ের সূত্র ধরেই আমরা একত্রিত। সিনেমা জাতীয় স্তরে সব বাধা অতিক্রম করতে পথ দেখিয়েছে।'
আরো পড়ুন: এবার মুক্তাগাছায় ‘কৃষকের ঈদ আনন্দ’
কথা প্রসঙ্গে অভিনেত্রী আরও জানান, 'এই মুহূর্তে তার নায়ক ভিকি হলেও আগামী দিনে হলিউডের রায়ান গসলিংয়ের সঙ্গে কাজ করতে চান তিনি। আপাতত ছবির প্রচারের পাশাপাশি ক্রাইম থ্রিলার ‘মার্ডার মুবারক’-এ কারিশমা কাপুরের সঙ্গে স্ক্রিন ভাগাভাগি করবেন সারা।'
এম/ আই. কে. জে/