সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কারচুপির চেষ্টা হলে কেন্দ্রের ভোট বন্ধ : সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রার্থীদের সবার কাছে সহযোগিতা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো সেন্টারে কারচুপি হলেই সেখানে ভোট বন্ধ করে দেয়া হবে।

শনিবার (২৩ই ডিসেম্বর) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বলেন, আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। আমরা হাতজোড় করে আপনাদের কাছে এই সহযোগিতা চাইতেছি। আপনারা সহযোগিতা করবেন। আপনারা সকরেই উঁচুমানের নেতা। গণতন্ত্র আমাদের চেয়ে আপনার অনেক বেশি বুঝেন। স্বাধীনতা যুদ্ধে আপনারা অনেকেই মুক্তিযোদ্ধা হিসেবে অংশ নিয়েছিলেন। 

সিইসি আরও বলেন, নির্বাচনে পক্ষপাতীত্বের কোনো সুযোগ নেই। অনেকে বলেন প্রশাসন সরকারী দলের পক্ষপাতিত্ব করেন।  এটা আসলে সঠিক নয়। সবাই সচেতন থাকলে এবং চোখ কান খোলা রাখলে এটা বোঝা যাবে। 

নির্বাচন কমিশনার বলেন, নানা কারণে নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরাও এ নিয়ে কথা বলেন। আমাদের সঙ্গেও বৈঠক হয়েছে। তাদেরও চাওয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। প্রচারনার সময় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে। নির্বাচন কমিশন থেকে এগুলো নিয়ন্ত্রণ করতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

এসময় নির্বাচন কমিশনের সচিব, বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, নির্বাচন কমিশনের স্থানীয় পর্যায়ের কর্মকর্তা এবং প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ওআ/

ভোট সিইসি দ্বাদশ সংসদ নির্বাচন

খবরটি শেয়ার করুন