শনিবার, ১২ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবারের নববর্ষের শোভাযাত্রায় তরমুজের মোটিফ থাকছে যে কারণে *** ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে পরিবর্তন *** আ. লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বলছেন এক এগারোর সরকারের দাপুটে উপদেষ্টা *** ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধে অর্থনীতিতে প্রভাব পড়বে কী না, যা বলছেন অর্থনীতিবিদ *** মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল *** বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনগ্রো *** 'রাস্তায় মানুষ বলছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন' *** বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল প্রসঙ্গে যা বলছেন ভারতীয় সাংবাদিক *** আজ রাতে ১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস *** অলিম্পিকে ইতিহাস গড়তে যাচ্ছেন নারী অ্যাথলেটরা

কারাগার থেকে নিখোঁজ রাশিয়ার বিরোধী নেতা নাভালনি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরোধী নেতা কারাবন্দি অ্যালেক্সি নাভালনির সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তার আইনজীবীরা এমনটি দাবি করেছেন। এই নেতাকে মস্কোর ১৫০ মাইল পূর্বে একটি কারাগারে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছিল। 

গত আগস্টে ১৯ বছরের কারাদণ্ড হয় নাভালনির। উগ্রপন্থায় উসকানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার দায়ে কারাদণ্ড হয় এই নেতার। এরই মধ্যে তিনি প্রতারণা ও অন্যান্য অভিযোগের দায়ে সাড়ে ১১ বছর কারাভোগ করেছেন। সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। নাভালনির সমর্থকদের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা বন্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাভালনিকে গ্রেপ্তার ও কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

আরো পড়ুননতুন ভিসা নীতির ঘোষণা অস্ট্রেলিয়ার

বিরোধী এ নেতার মুখপাত্র কিরা ইয়ারমিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আইনজীবীরা দুটি পেনাল কলোনিতে ঢুকতে বেশ কয়েকবার চেষ্টা করেছেন। নাভালনি গুরুতর অসুস্থ। তিনি বলেন, আইনজীবীরা জানতে পেরেছেন ৪৭ বছর বয়সী নাভালনি আইকে-৬ বা আইকে-৭ কোনো পেনাল কলোনিতেই নেই।

নাভালনি গত ছয় দিন ধরে নিখোঁজ বলে উল্লেখ করে কিরা বলেন, শুক্রবার ও সোমবার কোনো পেনাল কলোনিই তাদের আবেদনে সাড়া দেয়নি।  

রুশ প্রেসিডেন্ট পুতিনের এ সমালোচক ২০২১ সালের জানুয়ারিতে দেশে ফিরলে গ্রেপ্তারের পরের মাসে তাকে কারাদণ্ড দেওয়া হয়।  

সূত্র: সিএনএন 

এইচআ/  আই.কে.জে

কারাদণ্ড নিখোঁজ অ্যালেক্সি নাভালনি বিরোধী নেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন