রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কেন এখনো অবিবাহিত এই নায়িকা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী বরাবরই একজন স্বাধীনচেতা নারী। নিজের মত করেই বাঁচতে ভালবাসেন তিনি। বন্ধুমহলের অনেকেই বিয়ে করে সংসার পাতলেও তিনি কেন সাত পাকে বাঁধা পড়ছেন না এখনো তা নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহের কমতি নেই।

যদিও এসবে মিমি এতদিন নিশ্চুপই ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ে নিয়ে মিমি তার অনুভূতির কথা জানিয়ে চমকে দিলেন সবাইকে।  

মিমি চক্রবর্তীর এখন বয়স ৩৪ বছর। এই বয়সে যেখানে অন্যান্য অভিনেত্রীরা বিয়ে করে মাতৃত্যের স্বাদও গ্রহণ করেছেন, সেখানে বিয়ে তো দূরে থাক, নিজেকে সিঙ্গেল বলে দাবি করছেন মিমি। তবে ভক্তরাও বসে নেই। তাদের আগ্রহ মিমির বিয়ে নিয়ে।

অনুরাগীদের একটাই প্রশ্ন কবে বিয়ে করছেন মিমি। সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিমি বলেন, ‘বিয়ে একটা সোশ্যাল ট্যাবু। একজন মেয়ে আর পাঁচটা মেয়ের মত সাধারণ হোক অথবা রুপালি দুনিয়ার অভিনেত্রী হোক সমাজ তাকে বোঝানোর চেষ্টা করে, বিয়েটাই জীবনের একমাত্র লক্ষ্য। আমাকেও বাকি আর পাঁচটা মেয়ের মতো সবসময় এই প্রশ্নের সম্মুখীন হতে হয়! কবে বিয়ে করছি?’

আরো পড়ুন: সবার সামনেই প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব শাহরুখের!

এরপর তিনি যা বলেছেন তা আবারও হতাশ করেছে অনুরাগীদের। তিনি বলেন, ‘এই প্রশ্নের উত্তর হল, বিয়ে অবশ্যই করব!’ কিন্তু পাত্র কই?’ বিয়ে করতে চাইলেও পাত্রের অভাবে বিয়ের পিঁড়িতে বসা হচ্ছে না এই অভিনেত্রীর। তাইত এখনো অবিবাহিত তিনি।

এরপরই মিমি মজা করে বলেন, ‘কেউ কি আমার জন্য সঠিক পাত্রের সন্ধান দিতে পারবেন? আমার বিয়ে নিয়ে সকলের এত মাথাব্যথা! কিন্তু পাত্রেরই তো ঠিক নেই!’ তবে বিয়ে প্রসঙ্গে আসল সত্য জানাতে গিয়ে তিনি বলেন, ‘বিয়েটা আমার জীবনের খুব ব্যক্তিগত একটা বিষয়, সিদ্ধান্তটাও খুব ব্যক্তিগত হবে।

যেহেতু আমি সেলিব্রিটি, তাই আমার জীবন নিয়ে দর্শকের উৎসাহ বেশি। কিন্তু আমি ‘হ্যাপিলি সিঙ্গল’ এবং অবশ্যই ‘রেডি টু মিঙ্গল’।

এসি/ আই.কে.জে

অবিবাহিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250