রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কেসিসি নির্বাচন: সব প্রস্তুতি শেষ, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণের জন্য কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচনী নানা সরঞ্জাম।

রোববার (১১ জুন) বেলা ১১টা থেকে খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে নিজ নিজ কেন্দ্রের প্রিজাইডং অফিসার নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছ থেকে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন।

কেসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ, র্যা ব ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৮ হাজার সদস্য আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। সব মিলিয়ে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, এবার কেসিসি নির্বাচনে ৫ জন মেয়রপ্রার্থী, ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৪ জন   কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডের দু'জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে কেসিসির মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন ও নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। ভোটাররা ২৮৯ ভোটকেন্দ্রের ১ হাজার ৭৩২ কক্ষে ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে, কেন্দ্রগুলোতে ২ হাজার ৩১০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। প্রতি বুথের সামনে একটি ও কেন্দ্রের বাইরের অংশে দুটি করে সিসি ক্যামেরা রয়েছে।

আরো পড়ুন: গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই দেশ উন্নয়নের পথে: প্রধানমন্ত্রী

নির্বাচনে ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ওয়ার্ডভিত্তিক ১ জন) ও ১০ জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (প্রতি তিন ওয়ার্ড মিলে একজন) দায়িত্ব পালন করছেন।

এছাড়া খুলনা মহানগরীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মাঠে রয়েছে ৪ হাজার ৮০০ পুলিশ সদস্য, ৩ হাজার ৭০০ আনসার সদস্য, র্যা বসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৮ হাজার সদস্য।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন