ছবি-সংগৃহীত
নিন্দুকের শত নিন্দাকে বুড়ো আঙুল দেখিয়ে সংসার জীবনের দুই বছর পার করেছেন ভিকি-ক্যাট। তারা যে ভালোবাসায় পরিপূর্ণ, সেটার প্রমাণ তাদের সামাজিক মাধ্যমের পাতায় ঢুঁ মারলেই পাওয়া যায়। তবে নিন্দুকেরা কয়েকদিন পর পর তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়।
এদিকে মাঝে মাঝে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খোলেন ভিকি। নির্দ্বিধায় বলে দেন গোপন কথা।
বিয়ের পর থেকে ভিকির সিনেমা নির্বাচনের ব্যাপারে একটা বড় ভূমিকা রয়েছে ক্যাটরিনার। তবে বিয়ের পর ক্যাটরিনাকে খুশি করতে নিজের একটা স্বভাব বদলে ফেলতে হয়েছে ভিকিকে।
আরো পড়ুন: বরিশালের মেয়েরা অনেক সুন্দরী : জায়েদ খান
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিকি বলেন, ‘ক্যাটরিনা আমার দাড়ি-গোঁফ চেহারা পছন্দ করে। সেজন্য আমাকে শেভ করতে গেলে দশবার ভাবতে হয়।’
এ অভিনেতা জানান, তিনি আগে বেশি কথা বলতেন। এখন ক্যাটরিনা বলেন। ভিকির কথায়, ‘আমি আগে কথা বলতে ভালোবাসতাম। কিন্তু এখন আমার মতো শ্রোতা খুঁজে পাওয়া যাবে না। আমার স্ত্রী প্রচুর কথা বলে আর আমি চুপ হয়ে গিয়েছি।’
এসব কথা মূলত মজার ছলেই জানিয়েছেন ভিকি। ক্যাটরিনার সঙ্গে বিবাহিত জীবন দারুণভাবে উপভোগ করছেন বলে জানান তিনি।
এসি/ আই.কে.জে