শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

খারাপ বা পর্ণ সাইট অনুসন্ধান করা বন্ধ করার নিয়মাবলী

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পর্ন দেখা বা অনুসন্ধান করা আমাদের যুবসমাজের অন্যতম একটি বড় সমস্যা। কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সেই বিষয়েই আজকের পোস্টে  সামান্য কিছু আলোচনা --

এই যুগের ছেলে মেয়ে, এমনকি এডাল্ট মানুষদেরও এসব ভিডিও দেখার বা আসক্ত হওয়ার বাজে স্বভাব রয়েছে। কেউ কেউ ভুলবশত এগুলো দেখে বা এগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ে, আবার কেউবা ইচ্ছাবশত বা শখে দেখে এবং নিজের সর্বনাশ নিজেই করে।

কিন্তু ভালো খারাপ সকলের জন্যই, এই কাজটি হারাম এবং সকলেরই উচিত এই ভিডিও দেখা বা যাতে অনুসন্ধান না করা যায় সেই ব্যবস্থা করা। এর জন্য প্রধান কাজ হচ্ছে নিজের ফোন থেকে এসব ভিডিও অনুসন্ধান করার অপশন বন্ধ করা। কারণ ফোন বা পিসি থেকেই এগুলো অনুসন্ধান করে সবাই দেখে থাকে।

তাই ফোন বা পিসি থেকে এই অনুসন্ধান করা বন্ধ করতে পারলে হয়তো অধিকাংশ ক্ষেত্রেই এসব খারাপ প্রভাব থেকে মুক্ত থাকা যাবে। 

কি করণীয়?

সেজন্য, আমাদের নিজেদের মানুষই হোক বা অন্যদের জন্য, আজ আমাদের কাজ হবে নিজের ফোন বা পিসি থেকে এই সমস্ত সাইট বা ভিডিও অনুসন্ধান করা থেকে বিরত থাকা এবং অন্যদের বিরত থাকার ব্যবস্থা করা। আর এর জন্য কিছু বিশেষ ধাপ অনুসরণ করার প্রয়োজন রয়েছে। সেগুলো কি তা আমরা আজকের পোস্টে জানব।

তাহলে চলুন, নিজের বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজন, পরিবার-পরিজনকে রক্ষা করার জন্য এসব বাজে সাইট বা ভিডিও অনুসন্ধান বন্ধ করতে নিচের কাজগুলো করে ফেলিঃ

ফোন থেকে পর্ণ সাইট অনুসন্ধান করা বন্ধ করার নির্দেশনাবলী --

প্রথমেই, নিজের ফোনের "Settings" অপশনে চলে যান। এরপর, Settings অপশন এর ভিতর থেকে, Wireless Connection / Other Wireless Connection/network & internet / Connection & Sharing অপশনে প্রবেশ করুন। এর পরবর্তী ধাপে, Wireless Connection থেকে Private DNS অপশনে প্রবেশ করুন। Private DNS অপশন থেকে Designated private DNS অপশনে ক্লিক করুন। দেখুন এখানে একটি লিংক বার সামনে চলে আসবে।

এখন আপনাকে একটি লিংক এই লিংক বারে এন্টার করতে হবে। লিংকটি হলো- "adult-filter-dns.cleanbrowsing.org" এখন টাইপ করার পর "Save" বাটনে ক্লিক করুন।

এই লিংক বসিয়ে সেভ করার পর আপনি আর কোনো পর্ণ সাইট অনুসন্ধান করতে পারবেন না। অনুসন্ধান করলে Error দেখাবে।

এখন নিচে আরও সহজে সেটিংসগুলো মনে রাখতে শর্ট টেকনিক দেখে নিন-

১. Settings >

২. Wireless connection >

৩. Private DNS>

৪. Designated Private DNS >

৫. adult-filter-dns.cleanbrowsing.org > এরপর সেভ করতে হবে কিন্তু সবচেয়ে ভালো লিংক হলো  family-filter-dns.cleanbrowsing.org।

স্মার্টফোনের ক্ষেত্রে এই পদক্ষেপ অনুসরণ করে আপনি পর্ন সাইট ব্লক করতে পারবেন। এখন আসুন দেখা যাক কিভাবে কম্পিউটার থেকে এই কাজটি করা যাবে-

কম্পিউটার থেকে পর্ন সাইট ব্লক করার পদ্ধতি-

প্রথমে ডেক্সটপ থেকে Google Chrome ব্রাউজার ওপেন করুন। এরপর, Settings এ প্রবেশ করুন। এখান থেকে Private DNS অপশন খুজে এখানে family-filter-dns.cleanbrowsing.org কোডটি বসিয়ে সেভ করুন।

অথবা আরেকটি কাজ করতে পারেন, সেটা হলো-

আপনার Chrome ব্রাউজারে AdBlocker এক্সটেনশন ডাউনলোড করে নিন। এখানে উপরের লিংক বসিয়ে সেভ করলেও উক্ত সাইটগুলি ব্লক করতে পারবেন।

নোট: যদি কারোর স্মার্টফোনে উপরি উল্লিখিত কাজগুলো না করা যায়, তাহলে নিচের কাজগুলো করতে পারেন।

DNS সেটিংস খুজে না পেলে, সেটিংসে Private DNS লিখে অনুসন্ধান করুন।

যাদের ফোনে এই অপশন পাবেন না, তারা Google থেকে সেটিংসে গিয়ে General> safe search এ ঢুকেও উক্ত লিংক সেভ করে সেটিংসটি করে নিতে পারবেন। 

অথবা, "https://play.google.com/store/apps/details?id=iO.funswitch.blocker" লিংকে গিয়ে সফটওয়্যারটি ডাউনলোড করে সেটিংটি করে নিতে পারবেন।

আর শেষ পদক্ষেপ হলো, "https://k9-web-protection.en.softonic.com/" লিংক থেকে সফটওয়ার ডাউনলোড করেও সাইট ব্লক করতে পারবেন।

এখন প্রায় নিশ্চিতভাবেই বলা যায় যে, আপনি চাইলেও আর পর্ণ সাইট অনুসন্ধান করতে পারবেন না। মনে রাখবেন, পর্ণোগ্রাফী হচ্ছে ধর্ষণ উদ্দীপনার অন্যতম কারণ। তাই এই ঘৃণ্য অপরাধ সমাজ থেকে নির্মূল করতে পর্ণ দেখা সবার অবশ্যই বন্ধ করা উচিত। নিজে সুরক্ষিত থাকুন, সবাইকে সুরক্ষিত রাখুন।

উপসংহার-

খারাপ বা পর্ণোগ্রাফী দেখা আমাদের সমাজের প্রায় ৮০% ছেলে মেয়ে, এমনকী বয়স্ক মানুষেরও বাজে অভ্যাস। আর এসব বাজে জিনিসের প্রতি আকর্ষন থেকেই ধর্ষন এর মতো বাজে অপরাধের সূচনা হয়।

আরো পড়ুন: আপনার অজান্তে কেউ ফোন ব্যবহার করলে জানবেন যেভাবে

অর্থাৎ সমাজের বিভিন্ন নোংরামো, ইভটিজিং, শ্লীলতাহানির মতো অপরাধের অন্যতম উস্কানি হলো এসমস্ত পর্ণ সাইট বা ভিডিওগুলো। এগুলো যখন কেউ দেখে তখন তাদের মাথায় এ সমস্ত কাজ করার ভুত চাপে বা তারা আসক্ত হয়ে পড়ে।

তাই সমাজের এসমস্ত খারাপ কাজ বন্ধ করার জন্য, নিজেকে ও নিজের পরিবার, সমাজকে রক্ষা করার জন্যে, ইহকাল ও পরকালে নিজেদের পাপমুক্ত করার জন্যে অবশ্যই সবাইকে এসব খারাপ অভ্যাস থেকে মুক্ত থাকতে হবে। এতে সমাজ ও দেশের মঙ্গল হবে।

সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি, ধন্যবাদ।

এম এইচ ডি/ আই.কে.জে/

খারাপ সাইট অনুসন্ধান পর্ণ সাইট অনুসন্ধান পর্ণোগ্রাফী অনুসন্ধান

খবরটি শেয়ার করুন