মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গ্যাসের সংকট সাময়িক, কয়েকদিনের মধ্যেই দূর হবে: নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

চলমান গ্যাসের সংকট কয়েকদিনের মধ্যেই দূর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (১৬ই জানুয়ারি) সচিবালয়ে দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রগতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ-জ্বালানি খাতের চলমান কার্যক্রম ও গতিশীলতা ধরে রাখতে চায় মন্ত্রণালয়। তবে চ্যালেঞ্জ আছে অনেক। গ্যাসের স্বল্পতা রয়েছে। বর্তমানে একটি সংকট রয়েছে। তবে এটা সাময়িক। আশা করছি, কয়েকদিনের মধ্যেই এ সংকট দূর হবে। গ্যাসের সরবরাহ বাড়বে। দিন–তারিখ ঠিক করে নয়, টার্গেট দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানো।

ভোলা-বরিশাল পাইপলাইন তৈরি করার টার্গেট রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আরও ১০০টি কূপ খনন করা হবে। ২০২৫ সালের মধ্যে ৪৬টি কূপ খনন করা হবে। আশা করছি, ২ বছরের মধ্যে ৫০০ এমএমসিএফডি যোগ করা যাবে।

এলএনজি আমদানিও বাড়বে বলে জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, গ্যাস ম্যানেজমেন্টেও মাস্টারপ্ল্যান করা হচ্ছে। বিবিয়ানায় ১ দশমিক ৬ টিসিএফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। শেভরন সেখানে কাজ করছে। আগামী তিন–চার মাসের মধ্যে তেলের বিষয়টিও নিশ্চিত হওয়া যাবে।

বিপিসির পাইপলাইন কার্যক্রম চলমান আছে। সেটি দ্রুত শেষ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

রাজধানীর বাসাবাড়িতে গ্যাসের সংকট, সিএনজি স্টেশনেও গাড়ির দীর্ঘ সারিরাজধানীর বাসাবাড়িতে গ্যাসের সংকট, সিএনজি স্টেশনেও গাড়ির দীর্ঘ সারি

নসরুল হামিদ বলেন, বিদ্যুতের জন্য চ্যালেঞ্জ আছে। রোজা ও সেচ মওসুমের শুরুতে যে চাহিদা থাকবে, সেটি পূরণের চেষ্টা করা হবে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস, তেল ও কয়লার সরবরাহ নিশ্চিত করা গেলে সমস্যা হবে না।

ওআ/

নসরুল হামিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন