ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি। বিয়ের পরে স্বামী-সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। ফলে অভিনয় থেকে নিয়েছেন বিরতি।
কিন্তু ভক্তদের কাছে নিয়মিতই একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। কবে অভিনয়ে ফিরছেন মাহি? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। জানালেন, দুই মাসের মধ্যেই ফিরবেন।
মা হওয়ার পর অনেকটাই মুটিয়ে গেছেন মাহি। তবে শরীর থেকে মেদ ঝরিয়ে চিকনি চামেলি হয়ে পর্দায় ফিরতে চান অভিনেত্রী। এজন্য তাকে অপেক্ষা করতে হবে দুই মাস।
নিজের ফেসবুকে রোববার (১৮ জুন) এক স্ট্যাটাসে এই অভিনেত্রী লেখেন, আহ, আর ২টা মাস কখন শেষ হবে? জিম করব, ডায়েট করব? আবার চিকনি চামেলি হয়ে ব্যাক করব? নিজেই নিজের ট্রান্সফরমেশন দেখার অপেক্ষায় পাগল হয়ে যাচ্ছি।
আরো পড়ুন: নতুন ওয়েব ফিল্মে দীঘি
এসি/ আইকেজে