ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস - ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আজ মঙ্গলবার চীনে গেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আব্বাস আগামী শুক্রবার পর্যন্ত চীনে অবস্থান করবেন।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে পঞ্চমবারের মতো সরকারি সফর করছেন ফিলিস্তিনি নেতা আব্বাস।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বেইজিং সফরকালে আব্বাস চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়, সবশেষ ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে কথা হবে। পাশাপাশি তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও আব্বাস বৈঠক করবেন বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গত সপ্তাহে বলেছিলেন, দীর্ঘদিনের ফিলিস্তিনি নেতা (আব্বাস) চীনা জনগণের একজন পুরোনো ও ভালো বন্ধু।
ওয়াং ওয়েনবিন আরও বলেছিলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ জাতীয় অধিকার পুনরুদ্ধারের ন্যায়সংগত বিষয়টিকে চীন সব সময় দৃঢ়ভাবে সমর্থন করে এসেছে।
আরো পড়ুন: আদালতে হাজির হতে ফ্লোরিডায় ট্রাম্প
মধ্যপ্রাচ্যের সঙ্গে চীন তার সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। এ প্রচেষ্টার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জ জানাচ্ছে বেইজিং। বেইজিংয়ের এ প্রচেষ্টা ওয়াশিংটনের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এম/