শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একই শিরোনামে একই সংবাদ ১৩ পত্রিকায়! *** সাগরের ঢেউয়ে জীবন বেঁধে ইতালিযাত্রা, বাংলাদেশিদের সংখ্যা বেড়ে দ্বিগুণ *** ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে: আলী রীয়াজ *** ঢাকাসহ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আজ *** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

চীনা অপহরণের শিকার পঞ্চেন লামার মুক্তি দাবি তিব্বতিদের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৪ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রায় ১৫০ জন তিব্বতি টরোন্টোর কানাডিয়ান কালচারাল সেন্টারে ১৯৯৫ সালে অপহৃত ১১তম পঞ্চেন লামার ৩৪তম জন্মদিন উদযাপন করতে জড়ো হন। একইসাথে অবিলম্বে তার মুক্তির দাবি জানান তারা।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন কানাডার হাউস অব কমন্সের সদস্য জেমস মেলোনি, প্রাদেশিক সংসদ সদস্য ভুটিলা কার্পোচে এবং সিটি কাউন্সিলর।

তারাও পঞ্চেন লামার মুক্তির ব্যাপারে সমর্থন প্রদান করেন। জেমস মেলোনি ছয় বছরের শিশুকে অপহরণের ঘটনাটিকে অকল্পনীয় বলে আখ্যা প্রদান করেন।

দালাই লামার প্রতিও সমর্থন প্রকাশ করেন মেলোনি। তিনি দালাই লামার শান্তিবার্তার গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করে জানান যে দালাই লামার উপর আক্রমণের অর্থ হলো সমগ্র তিব্বতের জনগণের উপর আক্রমণ।

পঞ্চেন লামার আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

পঞ্চেন লামাকে তিব্বতি বৌদ্ধধর্মের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক নেতা হিসেবে বিবেচনা করা হয়। অপহরণের পর তিনি কোথায় আছেন, আদৌ বেঁচে আছেন কি না সে বিষয়েও কোন তথ্য প্রকাশ করেনি চীন।

১৯৯৫ সালের ১৪ মে, গেদুন চোয়েকি নাইমাকে ১৪তম দালাই লামা একাদশ পঞ্চেন লামা হিসেবে স্বীকৃতি প্রদান করেন। এর তিনদিন পরেই পঞ্চেন লামাকে অপহরণ করা হয় এবং আজ পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যায় নি।

এখানেই চীনাদের নিষ্ঠুরতা থেমে থাকে নি। তারা নিজের মনের মতো করে অন্য আরেকজনকে পঞ্চেন লামা হিসেবে নিযুক্ত করে এবং তিব্বতিদেরকে তাদের মনোনীত পঞ্চেন লামাকে মেনে নিতে বাধ্য করে।

এমএইচডি/ আই. কে. জে/

আরো পড়ুন:

মাত্র ২ কোটি টাকায় বিক্রি হবে নির্জন দ্বীপ

দালাই লামা চীন তিব্বত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন