ছবি: সংগৃহীত
বেশ কয়েকটি মদের বোতল খাওয়া নিয়ে চীনের টিকটক অ্যাপে লাইভ স্ট্রিমিং করার পরই মারা গিয়েছেন একজন সামাজিক যোগাযোগ মাধ্যম কর্মী।
জানা যায়, সানকিয়াঞ্জে বা ব্রাদার থ্রি থাউজেন্ড নামের ঐ ব্যক্তি অন্য একজনের সাথে মদ খাওয়ার প্রতিযোগিতায় নামেন। তিনি বাইজিউ নামের চীনা একটি মদ পান করেন, যাতে স্বাভাবিক এলকোহলের মাত্রা ৩০ শতাংশ থেকে ৬০ শতাংশ। এর কয়েক ঘন্টা পরেই তিনি মৃত্যুবরণ করেন।
মৃত সানকিয়াঞ্জের বন্ধু ঝাউ বলেন, ভিডিও শুরুর আগে সানকিয়াঞ্জে কতটুকু মদ খেয়েছিল তিনি তা জানেন না। তবে ভিডিওতে তিনি তিনটি মদের বোতল খেয়ে শেষ করেন।
প্রতিযোগিতা রাত ১টার দিকে শেষ হয়। দুপুর ১টার ভেতরেই সানকিয়াঞ্জে মারা যান। ঝাউ বলেন, এর আগেও সানকিয়াঞ্জে (ওয়াং) এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ওয়াংয়ের ভিডিওটি চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
সাম্প্রতিক সময়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করে এমন প্রতিযোগিতার ব্যবস্থা বেড়েই চলেছে। ওয়াংয়ের মৃত্যু খুব সম্ভবত এসব স্ট্রিমারদের অস্বাভাবিক জীবনধারা নিয়ে সবাইকেই সচেতন করে তুলবে।
আই কে জে/
খবরটি শেয়ার করুন