বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চীনের সেমিকন্ডাক্টর চিপের উপর জাপানের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ পূর্বাহ্ন, ৭ই জুন ২০২৩

#

জুলাই মাস থেকে কার্যকর হওয়া জাপানের ২৩ ধরনের চিপের সরঞ্জাম ও উপকরণের উপর নিষেধাজ্ঞা চীনের সেমিকন্ডাক্টর স্বয়ংসম্পূর্ণতা পরিকল্পনাকে ব্যাহত করতে যথেষ্ট। 

২০২২ সালের অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্র একইভাবে নিষেধাজ্ঞা জারি করে চীনকে একটি বড়সড় ধাক্কা প্রদান করে। চীনা কর্তৃপক্ষ জাপান সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এবং পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তবে সিদ্ধান্তটি স্থগিত হওয়ার বা প্রত্যাহার করার আশা খুবই কম।

নেদারল্যান্ডের মতো জাপানও তার রপ্তানি নিয়ন্ত্রণ ঘোষণায় স্পষ্টভাবে চীনকে উল্লেখ করেনি। পরিবর্তে, জাপানের কর্মকর্তারা বলেছেন যে রপ্তানি বৈদেশিক মুদ্রা এবং বৈদেশিক বাণিজ্য আইনের অধীনে রয়েছে।

তবে বারবার এ ধরনের নিষেধাজ্ঞা চীনের জন্য বিধ্বংসী প্রমাণিত হতে পারে।

গত তিন বছরে, চীন চিপ শিল্পে জাপান, নেদারল্যান্ডস এবং জার্মানির উপরেই বেশি নির্ভরশীল ছিল।

বিশ্বব্যাপী চিপ সাপ্লাই চেইনের মূল খেলোয়াড় জাপান। জাপান অতীতেও দক্ষিণ কোরিয়ার সাথে প্রতিযোগিতার ক্ষেত্রে তার প্রভাবকে ব্যবহার করেছে। ২০১৯ এর জুলাইয়ে ফ্লোরিনেটেড পলিমাইড, রেজিস্ট এবং হাইড্রোজেন ফ্লোরাইড উপাদানগুলোর উপর দক্ষিণ কোরিয়ার রপ্তানির ব্যাপারে নিয়ন্ত্রণ কঠোর করে জাপান। তবে জাপান এবং দক্ষিণ কোরিয়া তাদের মধ্যকার সব দ্বন্দ্ব চলতি বছরে মিটিয়ে নিয়েছে।

২০২২ সালে জাপান চীনে সেমিকন্ডাক্টর উৎপাদন সরঞ্জামের শীর্ষ রপ্তানিকারক ছিল। চীন কর্তৃপক্ষ জাপানকে এ নিষেধাজ্ঞা অপসারণের জন্য অনুরোধ করে। তাদের মতে, এ নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম লঙ্ঘন করে।

আই.কে.জে/

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন