সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপির সরকার ভারতের সঙ্গে ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে *** বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে: বরকতউল্লা *** অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মী নুরুলের মৃত্যুর ১২ দিন পর সন্তান জন্ম দিলেন স্ত্রী *** সৌদি আরবে বাংলাদেশি সাধারণ শ্রমিক নিয়োগে ‘মাইলফলক’ চুক্তি *** নিজেকে জুলাই গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ মনে করেন না তারেক রহমান *** রেগুলেটরি টি সেল আবিষ্কারে চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী *** আমাদের কী মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ: আদালতে দীপু মনি *** সেনাপ্রধানের বক্তব্য বিকৃত করে উদ্দেশ্যমূলক অপপ্রচার চলছে: আইএসপিআর *** শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি: ভারতীয় পররাষ্ট্রসচিব *** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে

চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ১১ই জুন ২০২৩

#

অধিনায়ক ইলকায় গুন্দোয়ানের হাতে চ্যাম্পিয়নস লিগের ট্রফি, সঙ্গে তাঁর গর্বিত সতীর্থরা - ছবি: সংগৃহীত

মিশন সম্পন্ন হলো পেপ গার্দিওলার। শনিবার রাতে ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি।

আবুধাবি রাজ পরিবারের শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান কেন গার্দিওলাকে সিটির কোচ হিসেবে নিয়ে এসেছিলেন, এতদিনে তার প্রমাণ দিলেন তিনি। এই একটি শিরোপা জয়ের লক্ষ্য থাকে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর। গার্দিওলার হাত ধরে সেই লক্ষ্য অবশেষে পূরণ হয়েছে।

'অর্থ থাকলে বাঘের দুধ মেলে!' প্রবাদটি সর্বক্ষেত্রে সত্যি নয়। পিএসজি, ম্যানচেস্টার সিটির তা ভালো মতোই জানা। পেট্রো ডলারের অর্থ পানির মতো ঢেলেও চ্যাম্পিয়ন্স লিগে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি পিএসজি। ম্যানসিটিও পা হড়কেছে বারবার। 

তবে শনিবার রাতে ইস্তাম্বুলে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে সিটিজেনরা প্রথমবার ঘরে তুলেছে বহুল প্রতিক্ষিত ওই চ্যাম্পিয়ন্স লিগ। দুই যুগ পর প্রিমিয়ার লিগের একমাত্র ক্লাব হিসেবে গড়েছে ট্রেবল জয়ের কীর্তি। 

ইউরোপ সেরার এই লড়াইয়ে প্রথমার্ধে কর্তৃত্ব করেও গোল করতে পারেনি ম্যানসিটি। ইন্টার তৈরি করতে পারেনি তেমন সুযোগ। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির পা থেকে আসে কাঙ্ক্ষিত ওই গোল। ওই গোলেই শিরোপা জিতেছে পেপ গার্দিওলার দল। 

আরো পড়ুন: চমক রেখে দল ঘোষণা করল বাংলাদেশ

নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগসহ প্রিমিয়ার লিগের ষষ্ঠ দল হিসেবে ইউরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ম্যানসিটি। এর আগে চেলসি, অ্যাস্টন ভিলা, ম্যানইউ, লিভারপুল ও নটিংহ্যাম ফরেস্টের ওই কীর্তি আছে। 

চলতি মৌসুমে ম্যানসিটি আগেই প্রিমিয়ার লিগের শিরোপা ও এফএ কাপ ঘরে তুলেছে। ম্যানইউ-এর ১৯৯৮-১৯৯৯ মৌসুমের পর প্রথম প্রিমিয়ার লিগের দল হিসেবে সিটিজেনরা ট্রেবল জিতেছে। ক্যারিয়ারের দ্বিতীয় ট্রেবল জয়ের কীর্তি গড়েছেন পেপ গার্দিওয়ালাও। এর আগে বার্সার হয়ে ২০০৮-০৯ মৌসুমে ট্রেবল জিতেছিলেন তিনি। আর আর্লিং হ্যালন্ড ম্যানসিটির হয়ে প্রথম মৌসুমেই স্বাদ পেয়ে গেছেন ট্রেবলের।

এম/



চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250