শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী *** পক্ষপাতের জন্য গণমাধ্যম মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত: উপদেষ্টা মাহফুজ *** শাপলা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী *** শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দী করেছে ইসরায়েল *** সরিয়ে নেওয়া হলো এনবিআরের সদস্য সেই বেলাল চৌধুরীকে *** গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল *** জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে ১৫ই অক্টোবর

ছেলে রাজ্যর জন্য পরীমণির বিশেষ উপহার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

পরীমণি ও তার ছেলে রাজ্য। ছবি: সংগৃহীত

পেশাদারিত্বের সীমানা পেরিয়ে কখনও কখনও কাজ হয়ে ওঠে ব্যক্তিজীবনের অংশ, আবেগ-অনুভূতির অবিচ্ছেদ্য অধ্যায়। চিত্রনায়িকা পরীমণির ক্ষেত্রে এমনটা ঘটেছে ‘মা’ সিনেমায়। অরণ্য আনোয়ার নির্মিত এই ছবিতে তিনি মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। আর ছবিটির শুটিংয়ের সময় বাস্তবেও ছিলেন অন্তঃসত্ত্বা। ফলে একদিকে চ্যালেঞ্জ, অন্যদিকে অন্তহীন আবেগ নিয়ে কাজটি করেছেন এই নায়িকা।

সম্প্রতি সেই সময়ের অভিজ্ঞতার টুকরো কিছু স্মৃতি ভিডিও বার্তার মাধ্যমে শেয়ার করলেন পরীমণি ও নির্মাতা অরণ্য আনোয়ার। এতে দুজনেই জানালেন, অন্তঃসত্ত্বা অবস্থায় কতটা কঠিন পরিস্থিতি সামলে শুটিং করেছেন পরী। যখন পানি খেলেও তার বমি আসে, তখন তাকে বুভুক্ষুর মতো খাওয়ার দৃশ্যে কাজ করতে হয়েছিল!

সেই কঠিন সময় উতরে যাওয়ার ক্ষেত্রে পুরো টিমের স্বতঃস্ফূর্ত ভূমিকা ছিল বলে জানান পরী। তার ভাষ্য, ‘অনেক ঝুঁকিপূর্ণ দৃশ্যে কাজ করতে হয়েছিল। কখনও আমার মন খারাপ ছিল, টিমের অন্যরা আমাকে উৎসাহ দিয়েছে। আবার কখনও পুরো টিম চিন্তায় ছিল, তখন আমি সাপোর্ট দিয়ে বলেছি, পারবো।’

 ‘মা’ চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে প্রচলিত ট্যাবুও ভেঙেছেন পরীমণি। কেননা এমন বয়সে, নায়িকা হয়ে সাধারণত কেউ মায়ের ভূমিকায় ক্যামেরার সামনে আসতে চান না। এ বিষয়ে পরীর ব্যাখ্যা, “আমি ‘মা’ সিনেমাটি করব, এটা যখন খবরে আসে, তখন প্রথম যে শিরোনাম আমার চোখে পড়ে, সেটা ছিল- ট্যাবু ভাঙলেন পরীমণি। ক্যারিয়ারের এই সময়ে, এমন বয়সে মা চরিত্রে অভিনয় করার বিষয়টি সেখানে তুলে ধরা হয়। কিন্তু বয়স কিংবা ক্যারিয়ার বলতে কী বোঝায়, আমি আসলে সেভাবে খুঁজতে চাইনি, এখনও চাই না। একজন নায়িকা মায়ের চরিত্রে কাজ করতে পারবে না, এই ধারণায় আমার আপত্তি আছে।”

এই ছবিকে শুধু একটি কাজ হিসেবে নয়, বরং জীবনের বিশেষ একটি অংশ হিসেবেই মনে রাখতে চান পরীমণি। বললেন, ‘আমি জানি না, এই ছবিটা হিট হবে কিনা, দর্শক দেখবে কিনা, এই সংজ্ঞার মধ্যেই যেতে চাই না। কিন্তু আমার অভিনয় জীবনে, ব্যক্তিগত জীবনে, পুরো জার্নিতে এই অংশটা আমি ফ্রেমবন্দি করে রাখতে চাই। এবং আমি আমার রাজ্যকে এটা গিফট করতে চাই যে, তুমিও ছিলে আমার সাথে।’

আরো পড়ুন: উড়ছেন মিথিলা, পেলেন আইকনিক স্টার অ্যাওয়ার্ড

অন্যদিকে নন্দিত নাট্যনির্মাতা অরণ্য আনোয়ারের এটি প্রথম সিনেমা। পরীমণিকে নিয়ে এটি নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই গল্পটি আমি ও আমার বন্ধু পুলক কান্তি বড়ুয়া নিজেদের মধ্যে লালন করছি দীর্ঘ সময়। এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি হলো মায়ের। সিনেমা বানালেই তো হবে না, দরকার যোগ্য পাত্র-পাত্রী। আমি শুরু থেকেই বেশ সচেতন ছিলাম মায়ের চরিত্রটিকে ঘিরে। অবশেষে গল্পটি শোনালাম পরীকে। কিন্তু দ্বিধা ছিল, মায়ের চরিত্রে পর্দায় হাজির হবেন কিনা! কারণ, এসব বিষয়ে আমাদের নায়ক-নায়িকাদের মধ্যে একটা ট্যাবু রয়েছে। কিন্তু গল্পটি শোনানোর পর পরী যেভাবে গ্রহণ করলেন, পুরো কাজটি শেষ করলেন; তাতে আমি বিস্মিত ও মুগ্ধ। যদিও অভিনেত্রী বা নায়িকা পরীমণির চাইতে ব্যক্তি পরীমণি আমার কাছে পূজনীয়। প্রচলিত অন্ধকারের বিরুদ্ধে তার অবস্থান আমাকে মুগ্ধ করে। আমি গর্বিত, সেই পরীর সাথেই শেষ করলাম আমার প্রথম সিনেমা।’

উল্লেখ্য, ‘মা’ ছবিতে পরীমণির সঙ্গে আরও রয়েছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ। ছবিটি নির্মিত হয়েছে অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে।
মা দিবস উপলক্ষে আগামী ১৯ মে এটি মুক্তি পাবে দেশ ও বিদেশে।

এম/

 

রাজ্য পরীমণি উপহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250