বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

জাতিসংঘের অধিনে নির্বাচন চায় সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘের অধিনে নির্বাচনের দাবি করেছেন সমমনা পেশাজীবি গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মাদ সাইদুর রহমান। 

সোমবার (৪ঠা ডিসেম্বর) জোটের এক মিছিলে এ দাবি করেন তিনি।

সরকারের পদত্যাগ এবং নির্বাচন তফসিল বাতিলের দাবিতে চলমান অবরোধের সমর্থনে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন এবং নাইটিঙ্গেল মোড় হয়ে পুনরায় জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধম্যে শেষ হয়।

জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মাদ সাইদুর রহমান বলেন, হাসিনার অধিনে নির্বাচন মানি না। জাতিসংঘের অধিনে নির্বাচন দিতে হবে। তিনি আরো বলেন, দীর্ঘ পনের বছর যাবত দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। বিশেষ করে নতুন প্রজন্ম যারা ভোটার হয়েছে তারা তাদের ভোট দেয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, কিন্তু শেখ হাসিনা ২০১৪ ও ২০১৮ এর মতো আবারো একটি পাতানো নির্বাচন করতে যাচ্ছে।

আরো পড়ুন: ‘জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় আ.লীগ’

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের মাধ্যমে হাসিনা ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করার জন্য পাতানো নির্বাচন করতে চায়। এদেশের জনগণ সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হতে দিবে না। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দল থেকে ভাগিয়ে এনে নৌকা প্রতিকে নির্বাচন করাচ্ছে। হাসিনা দেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে বাহিরে রেখে কিংস পার্টি তৈরি করে নির্বাচনী খেলায় মেতে উঠেছে। দেশের জনগণ এই নির্বাচন হতে দিবে না।

এসকে/ 

নির্বাচন জাতিসংঘ সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন