ছবি : সংগৃহীত
জেব্রা ক্রসিং সম্পর্কে ছেলেবেলায় পাঠ্যবইয়ে শিক্ষা আমরা সবাই পেয়েছি। নিরাপদের রাস্তা পারাপারের মাধ্যম বলা যায় একে।
ট্রাফিক সিগন্যালে যখন লাল বাতি দেখা যায় তখন সব গাড়ি থেমে যায়। আর তখন পথচারীরা এই সাদা-কালো জেব্রা ক্রসিং দিয়ে পায়ে হেঁটে রাস্তা পার হন। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, এত পশু থাকতে জেব্রার সঙ্গে কেন পথের এই অংশটির নামে মিল রয়েছে? এর বাংলা অর্থই বা কী? চলুন জেনে নিন-
আরো পড়ুন : রুপার গয়না কালচে থেকে ঝকঝকে করার সহজ উপায়
প্রথমেই চলুন জানা যাক জেব্রা ক্রসিং এর নামকরণের ইতিহাস। জানা যায়, ১৯৩০-এর দশকে, ইংল্যান্ডে পথচারীদের রাস্তা পার হওয়ার অনুমতি দেওয়ার জন্য একটি পরীক্ষামূলক পদ্ধতি চালু ছিল। তখন লন্ডনের ট্রাফিক বেশ অগোছালো ছিল। পথচারীদের রাস্তা পার হওয়ার কোনো পদ্ধতিগত উপায় কিংবা জায়গা ছিল না।
একদিন এক ব্রিটিশ রাজনীতিবিদ ট্রায়াল ক্রসিং পরিদর্শন করেন। তিনি স্বতঃস্ফূর্তভাবে এই ক্রসিংকে ‘জেব্রা ক্রসিং’ বলে উল্লেখ করেন। সেই নাম আজও রয়ে গেছে।
কিন্তু মজার ব্যাপার হলো এই জেব্রা ক্রসিং এর বাংলা বেশিরভাগ মানুষই জানেন না। এমনকী অনেকেই ভাবতে পারেন না যে এর বাংলা হতে পারে?
জেব্রা ক্রসিংয়ের বাংলা হলো পথচারী সেতু। এর বাংলা কি আগে জানা ছিল আপনার?
এস/ এসি
খবরটি শেয়ার করুন