ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সর্বোচ্চ ৯৪ হাজার ৬৭৯ ভোট পেয়ে তিনি জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে দুই হাজার ২১৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন জাতীয় পার্টির খোরশেদ আলম খুশু।
রোববার (৭ই জানুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় ও রিটার্নিং অফিসার কার্যালয়ে বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
আরো পড়ুন: বিপুল ভোটে ব্যারিস্টার সুমনের জয়
ঘোষিত বেসরকারি ফলাফল অনুসারে, ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী আসাদুজ্জামান খাঁন কামাল পেয়েছেন ৯৪ হাজার ৬১৯ ভোট। ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপির (আম) প্রার্থী শাহীন খান পেয়েছেন ৫৬১ ভোট।
এইচআ/ আই.কে.জে/