ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। বুধবার (১৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
টস জিতে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, নতুন উইকেট, গত কয়েকদিন বৃষ্টি হয়েছে বলে এমন সিদ্ধান্ত।
লিটন দাসও জানান, টস জিতলে তিনিও আগেই বোলিং নিতেন।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, জাকির হাসান, শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, নাসির জামাল, আফসার খান, করিম জানাত, জহির খান, আমির হামজা হোতাক, ইয়ামিন আহমেদজাই, নিজাত মাসুদ।
ওআ/