বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

বাংলাদেশের সুপার ফোর খেলা নিয়ে কী বলছেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

সাকিব আল হাসান। ফাইল ছবি

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে এশিয়া কাপে ছিটকে পড়া থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে এমন জয়ের পর টাইগারদের সুপার ফোর নিশ্চিত থাকলেও সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমকে অধিনায়ক সাকিব আল হাসান দিয়েছেন সাদামাটা উত্তর। 

টাইগার অধিনায়ক বলেন, “এটা (সুপার ফোর) আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছি। আমার মনে হয় আমরা যা করতে পারতাম, করেছি। হয়তো প্রথম ম্যাচ আমাদের জন্য ছিল না। কিন্তু এই ম্যাচে আমরা প্রপার ক্রিকেট খেলেছি।”

এদিকে সাকিব কিছুটা বিনয়ী থাকলেও কার্যত সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। এশিয়া কাপে গ্রুপ ‘বি’তে তলানিতে আছে আফগানিস্তান। বাংলাদেশকে ছিটকে দিতে হলে পরের ম্যাচে আফগানিস্তানের রানরেট হতে হবে +০.৩৭৪। তাদের নেট রান রেট এখন -১.৭৮০। তার মানে পরের ম্যাচে তাদের নেট রান রেট নিয়ে যেতে হবে ১.৭৮০+.৩৭৪= ২.১৫৪। 

তবে এক্ষেত্রে বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। এত বড় ব্যবধানে হারলে আবার শ্রীলঙ্কার নেট রান রেট নেমে যাবে ঋণাত্মকের ঘরে (+০.৯৫১-২.১৫৪= -১.২০৩)। সেক্ষেত্র বাদ পড়ে যাবে শ্রীলঙ্কা। অন্যদিকে শ্রীলঙ্কা যেকোন ব্যবধানে জয় পেলে আফগানদের বিদায় নিশ্চিত হচ্ছে। তাই সমীকরণের মারপ্যাঁচে বাংলাদেশ যে সুপার ফোরে খেলছে তা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়। 

এম.এস.এইচ/ আই. কে. জে/ 

এশিয়া কাপ সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন