বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

টাকার বিনিময়ে মিলবে কান্না মুছে দেওয়ার মানুষ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনেকেই বলেন, ‘আমার চোখের পানি মুছে দেওয়ারও মানুষ নেই’। এবার বোধহয় সেই আক্ষেপ মিটতে চলেছে। কিছু টাকা খসালেই মিলবে কান্না মুছে দেওয়ার মানুষ!

শুনে অবাক হয়েছেন? হয়তো হাসিও পাচ্ছে আপনার। তবে ব্যাপারটা একদমই সঠিক! জাপানে কান্না মোছানোর জন্য মিলছে সুপুরুষ যুবক। দেশটির একটি সংস্থা গত কয়েক বছর ধরে এই পরিষেবা দিয়ে আসছে।

টোকিওর ইকেমেসো দানশি নামের একটি সংস্থা এই পরিষেবা দিচ্ছে কর্মক্ষেত্রের চাপে ক্লান্ত শহুরে নাগরিকদের। সংস্থায় রয়েছে প্রশিক্ষিত ‘হ্যান্ডসাম উইপিং বয়েজ’ বা সুপুরুষ যুবকের দল। চোখের জল ফেলা দুর্বলতা, মানসিক যন্ত্রণা হজম করতে হয়– এরকম প্রচলিত ভাবনার বিপরীতে কাজে নেমেছে জাপানি সংস্থাটি।

সংস্থাটির কর্মীরা আপনাকে কাঁদতে সাহায্য করবে। পাশাপাশি কান্না মুছে দিতেও পারদর্শী। ৭ হাজার ৯০০ ইয়েন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৮০০ খরচ করলেই আপনার ডাকে সাড়া দেবে হ্যান্ডসাম উইপিং বয়েজ।

বিশেষজ্ঞরাও বলেন, মনের ভাব প্রকাশ করাই মনকে সুস্থ রাখার একমাত্র চাবিকাঠি। এ কারণেই সাধারণ মানুষকে প্রাণ ভরে কাঁদতে উৎসাহ দেওয়া হচ্ছে। এমনকি টাকা দিলে মিলছে সুপুরুষ যুবক। যারা কাঁদতে সাহায্য করার পাশাপাশি চোখের জল মুছে দেবে।

সংস্থাটির প্রতিষ্ঠাতা হিরোকি তেরাই জানিয়েছেন, একসঙ্গে বেশ খানিকক্ষণ কাঁদলে মন ঝরঝরে হয়ে যায়। উন্নত হয় মানসিক স্বাস্থ্যের। সেই ভাবনা থেকেই কান্নার তথা মন খারাপের সঙ্গীর ব্যবসা শুরু করেছে ইকেমেসো দানশির। মন হালকা করতে মনোবিদেরাও কান্নার পরামর্শ দিয়ে থাকেন।

সূত্র: বিবিসি

ওআ/

কান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন