সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ

টাঙ্গুয়ার হাওরে আসা বুয়েটের ৩১ জনসহ ৩৪ শিক্ষার্থী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোপন বৈঠক করছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩১ জনসহ ৩৪ শিক্ষার্থী। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটকের পর পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৩১ জুলাই) তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বুয়েটের শিক্ষার্থী ৩১ জন, বাকিরা অন্য স্কুল ও কলেজের শিক্ষার্থী।

ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা নির্জন টাঙ্গুয়ার হাওরকে গোপন বৈঠকের স্থান হিসেবে বেছে নেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩০ জুলাই) বিকেল ৪টায় তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়ন নতুন বাজার (ডাম্পের বাজার) পাটলাই নদী দিয়ে টেকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের নৌকাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে সোমবার (৩১ জুলাই) বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।  

এদিকে এ খবর জানাজানি হলে উপজেলা ও জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, তাহিরপুরের বাজারের নৌকা ঘাট থেকে রোববার সকাল ৭টায় একটি নৌকায় করে বুয়েটের ৩১ জনসহ ৩৪ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরের ঘুরতে যান। টাঙ্গুয়ার হাওরে ঘোরাঘুরির পর দুপুরে পাটলাই নদী দিয়ে টেকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাহিরপুরের নতুন বাজারের সামনে নৌকা পৌঁছালে পুলিশের দুটি স্পিডবোট পর্যটকবাহী নৌকাটি থামিয়ে চালক আহাদুল মিয়া, মুহাদ্দিস মিয়াসহ বুয়েটের ৩৪ শিক্ষার্থীসহ মোট ৩৬ জনকে আটক করে তাহিরপুর থানায় নেওয়া হয়। সোমবার বিকেল সাড়ে ৪টায় আটক হওয়া শিক্ষার্থীরা থানা হেফাজত থেকে পুলিশের প্রিজনভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

তাহিরপুর নৌকা মালিক সমিতির সভাপতি শাহিনুর তালুকদার বলেন, রোববার বিকেল থেকে নৌকার দুইজন চালক, বুয়েটের ৩১ জনসহ ৩৪ শিক্ষার্থীসহ মোট ৩৬ জনকে আটক করে থানায় নিয়ে গেছে। কী কারণে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে, তা জানতে চাইলে কোনো উত্তর দেননি পুলিশ ও থানার ওসি।

সূত্র জানায়, ঢাকা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে তাদের আটকের পর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। যদিও আটকের পর এ বিষয়ে পুলিশ স্পষ্ট করে কিছু জানায়নি।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, ৩৪ পর্যটককে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। নাশকতার সন্দেহে কী তাদের আটক করা হয়েছে? জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা যাচাই-বাছাই করছি। পরে জানানো হবে।

আইকেজে /

বুয়েটের ৩১ জনসহ ৩৪ শিক্ষার্থী গ্রেপ্তার

খবরটি শেয়ার করুন