তাওহিদ হৃদয় - ছবি: সংগৃহীত
২০ বলে ২৪, খুব বড় ইনিংস নয়। তবে টি-টোয়েন্টিতে একেবারে ফেলে দেওয়ার মতোও নয়। আগের ম্যাচে ঝোড়ো ফিফটি করেছিলেন। এবারও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করছিলেন তাওহিদ হৃদয়।
কিন্তু ধনঞ্জয়া সি সিলভাকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপমিডউইকেটে ক্যাচ হয়ে ফিরতে হয়েছে বাংলাদেশি ব্যাটারকে। ২০ বলে ২৪ রানের ইনিংসে ২টি বাউন্ডারি হাঁকান হৃদয়। বেশিরভাগ সময় তিনি সিঙ্গেলস-ডাবলসে খেলছিলেন। মনে হচ্ছিল, লঙ্কান লিগে আরেকটি ভালো ইনিংস আসতে যাচ্ছে ব্যাট থেকে।
কিন্তু টানা দুই ওভার জাফনা কিংসের ইনিংসে বাউন্ডারি না আসায় ঝুঁকিপূর্ণ শট খেলতে যান হৃদয়। তার শটটা আকাশে ছিল না, ফ্লাট মেরেছিলেন। ফিল্ডারের নাগালের বাইরে পড়লে হয়তো চোখের পলকে বাউন্ডারি হয়ে যেতো। কিন্তু সেটা হয়নি।
হৃদয় অবশ্য ইনিংস বড় করতে না পারলেও একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে দিয়েছেন জাফনাকে। ডাম্বুলা আউরা ২০ রানে প্রথম উইকেট তুলে নিয়েছিল। এরপর দ্বিতীয় উইকেটে চারিথ আসালাঙ্কাকে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন হৃদয়।
আরো পড়ুন:৫৫৯ কোটি টাকায় বেনজেমা-কান্তের সঙ্গী ব্রাজিলের ফ্যাবিনিয়ো
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে জাফনার সংগ্রহ ৩ উইকেটে ৮৫ রান। চারিথ আসালাঙ্কা ৪০ বলে ৩৮ আর ডেভিড মিলার ৩ বলে ২ রানে অপরাজিত আছেন।
এম/