শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে *** মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায় *** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে *** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন

ডিমের দাম আকাশছোঁয়া, পুতিনের বিরল ক্ষমা প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ডিমের আকাশছোঁয়া দাম নিয়ে বিরল ক্ষমা প্রার্থনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডিমের দাম বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক পেনশনভোগীর অভিযোগের পর তিনি ক্ষমা চান।  

গণমাধ্যম এবং রাশিয়াজুড়ে বিভিন্ন অঞ্চলের মানুষদের সঙ্গে বছর শেষের প্রশ্নোত্তর পর্বে দেখা যায়, পেনশনভোগী আইরিনা আকোপোভা রান্নাঘরের টেবিলে বসে আছেন। সেখান থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেন। আর সে সময়ই ডিম ও মুরগির মাংসের দাম আকাশছোঁয়া বলে অভিযোগ করেন আকোপোভা।

তিনি বলেন, “পেনশনভোগীদের জন্য সদয় হোন! আমরা লাখো রুবল পেনশন পাই না। বিষয়টি সমাধান করুন। দ্বারস্থ হওয়ার মতো কেউ আমাদের নেই। আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। আপনার সাহায্য পাওয়ার ভরসায় আছি।”

অকোপোভার এই কথায় রুশ নাগরিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগের প্রতিফলন ঘটেছে। এর আগে পুতিন স্বীকার করেছিলেন যে, চলতি বছর মূল্যস্ফীতি ৮ শতাংশে দাঁড়াতে পারে।

আরো পড়ুন: ইইউতে যুক্ত হচ্ছে ইউক্রেন 

অকোপোভোর কথার জবাবে পুতিন বলেন, “আমি এ জন্য ক্ষমা চাইছি। কিন্তু এটি সরকারের কাজের ব্যর্থতা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি খুব শিগগিরই পরিস্থিতি ঠিক হয়ে যাবে।”

এ সপ্তাহে রুশ সরকার জানিয়েছে, আগামী বছর প্রথম ছয় মাসে ১২০ কোটি ডিম আমদানির ওপর শুল্ক আরোপ করা হবে না। ডিমের দাম এবছর ৪০ শতাংশ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে এ চেষ্টা চালানো হচ্ছে।

রাশিয়ায় বার্ষিক দীর্ঘ এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে পুতিন সাধারণ রুশ নাগরিকদের উদ্বেগের ক্ষেত্রে নিজের সহানুভূতিশীলতা তুলে ধরার সুযোগ পান এবং জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশও দেন।

সূত্র: রয়টার্স 

এইচআ/  আই.কে.জে


দাম ডিমের দাম ভ্লাদিমির পুতিন ক্ষমা প্রার্থনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন