বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

‘ড্যাডি অব অলরাউন্ডার’ উপাধি পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

অলরাউন্ডার সাকিব আল হাসান : ফাইল ছবি

৩০ আগস্ট থেকে মাঠে গড়াবে এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টের পর অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বড় দুই আসরকে সামনে রেখে অনেক সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও বিশ্লেষকরা নিজেদের মতামত প্রকাশ করছেন। যেখানে ‘ড্যাডি অব অলরাউন্ডার’ উপাধি পেলেন সাকিব আল হাসান।

রোববার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমান সময়ের তারকা অলরাউন্ডারদের নিয়ে কথা বলেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। সেখানে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিবকে ‘ড্যাডি অব অলরাউন্ডার’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

ক্রিকেটার হিসেবে নিজের ক্যারিয়ারটা তেমন সমৃদ্ধ নয় আকাশ চোপড়ার। ভারতের জার্সিতে মাত্র ১০টি টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করার সুযোগ পান ৪৫ বছর বয়সী সাবেক এই ব্যাটার। তবে ক্যারিয়ার শেষে ক্রিকেট বিশ্লেষক হিসেবে বেশ নাম কুড়িয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ক্রিকেট নিয়ে আলোচনা করে থাকেন তিনি।

বিশ্বকাপের আলোচিত অলরাউন্ডারদের নিয়ে আকাশ চোপড়া নিজের পেজে ভিডিও প্রকাশ করেন। যেখানে তিনি ক্রিস ওকস, মিচেল মার্শ, শাদাব খান, সাকিব আল হাসানদের নিয়ে আলোচনা করেন। সাকিবকে নিয়ে কথা বলতে গিয়েই তিনি বলেন, ‘সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডার’ (সাকিব অলরাউন্ডারদের বাবা)।

সাকিব প্রসঙ্গে আকাশ চোপড়া তার ভিডিওতে বলেন, সাকিব তো অলরাউন্ডারদের বাবা এটা বলতেই হবে। সে বাংলাদেশের অধিনায়ক। ২০১৯ বিশ্বকাপের কথা আপনাদের মনে আছে? সেবার সে বুঝিয়ে দিয়েছিল ওই বিশ্বকাপটা তার।

মূলত, গত এক বছরের সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই এমন মন্তব্য করেন আকাশ চোপড়া। গত এক বছরে ৯টি ওয়ানডে খেলেছেন সাকিব। যেখানে ৩৩১ রানের পাশাপাশি ১৬টি উইকেট পেয়েছেন তিনি। সাকিবের এমন পারফরম্যান্সই প্রমাণ করে আকাশ চোপড়া টাইগারদের সেরা ক্রিকেটারকে নিয়ে সঠিক মন্তব্যই করেছেন।

এসকে/ 

এশিয়া কাপ সাকিব আল হাসান ওয়ানডে বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন