ছবি: সংগৃহীত
ঢাকা-কক্সবাজার রুটে আরো একটি আন্তনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন এই ট্রেনের নাম হতে পারে ‘পালংকি এক্সপ্রেস’ (কক্সবাজারের প্রাচীন নাম) অথবা ‘তরঙ্গ এক্সপ্রেস’ অথবা ‘প্রবাল এক্সপ্রেস’। প্রস্তাবিত এই তিনটি নাম থেকেই চূড়ান্ত করা হবে ট্রেনটির নাম।
বুধবার (৬ই ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম এসিওপিএস (পূর্ব) মোহাম্মদ আবু বকর সিদ্দিকী সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ট্রেনটি কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮টায়, ঢাকা পৌঁছাবে সকাল ৬টা ৪৩ মিনিটে। আর ঢাকা থেকে ছাড়বে সকাল ৬টা ১৫ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে বিকেল ৩টায়।
জানা যায়, এই ট্রেনে ১৬টি বগি থাকবে। মোট আসন থাকবে ৭৮০টি। এর মধ্যে এসি চেয়ার ৩৩০টি ও শোভন চেয়ার ৪৫০টি।
এদিকে বুধবার সকালে রাজধানীতে রেলওয়ে ভবনে সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, এই ট্রেনটি জানুয়ারি মাসের ১ তারিখে চালুর পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে এই ট্রেন চলাচল শুরু হবে।
ওআ/
খবরটি শেয়ার করুন