বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

হাঁস পার্টিতে বানাতে পারেন রোস্ট ডাক অরেঞ্জ!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

গরমের শেষে শীত আসতে চলেছে। এই শীতের সময় হাঁস পাটিঁর যেন ধুম লেগে যায়। সবাইকে চমক দিয়ে বানাতে পারেন মজার স্বাদের রোস্ট ডাক অরেঞ্জ। লেমন স্বাদের এই খাবারটি যে কেউ পছন্দ করবেন। রুটি, পরোটা বা ভাতের সাথেও খেতে পারেন ডাক অরেঞ্জ। রইলো খুব সহজ রেসিপি-

উপকরণ: একটা আস্ত হাঁস পরিষ্কার করে নিতে হবে। তবে চামড়া থাকবে। কমলালেবুর খোসা ব্লেন্ড করা ২ চা-চামচ, কমলালেবুর রস ১/২ কাপ, জেলি ১/৪ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, হোয়াইট পেপার এবং ব্ল্যাক পেপার ২ চিমটি, লবণ পরিমাণমতো, ঠান্ডা পানি ১ টেবিল চামচ ও কর্নস্টার্চ দেড় চা-চামচ। একটি কমলালেবু খোসা ছাড়িয়ে কোয়া আলাদা করে রাখুন।

আরো পড়ুন : জলপাই দিয়ে পাঁচমিশালি মাছের চচ্চড়ি খেয়েছেন?

পদ্ধতি: ইলেকট্রিক ওভেন ১৮০ ডিগ্রিতে প্রি-হিট করে রাখুন। হাঁসটি ভালো করে ধুয়ে নিন। এবার আঙ্গুল দিয়ে হাঁসের মাংস থেকে চামড়া আলাদা করুন। তবে চামড়া ছড়িয়ে ফেলবেন না। হাঁসের গায়ে পোশাকের মতোই থাকবে। তারপর একটা কাটা চামচ দিয়ে পুরো হাঁসটি পিল করে নিতে হবে।

এবার একই হিটে হাঁসটি আড়াই ঘণ্টা ধরে রোস্ট করে নিন। শেষ দিকে হাঁসের উপর আলগাভাবে অ্যালুমিনিয়াম ফয়েল রাখুন। তাহলে হাঁসটি বেশি রোস্ট হবে না। এবার একটি প্যানে কমলালেবুর খোসা, কমলালেবুর রস, জেলি এবং লবণ একসঙ্গে মেশান। পানি ও কর্নস্টার্চ দিয়ে মিশ্রণটি ফুটিয়ে নিন।

গ্যাসের চুলায় বসিয়ে মাঝারি আঁচে মিশ্রণটি ক্রমাগত নাড়তে থাকুন, যেন তা নীচে লেগে না যায়। মিশ্রণটি যখন ঘন হয়ে আসবে, তখন গ্যাস থেকে নামিয়ে নিন। 

এস/ আই.কে.জে/


রোস্ট ডাক অরেঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন