ছবি : সংগৃহীত
ঢাকা-কক্সবাজার রুটের নতুন ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’ আগামী ১০ই জানয়ারি থেকে যাত্রা শুরু করবে। এই রুটের প্রথম ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের মতোই বিরতিহীন যাত্রীসেবা দেবে আর ভাড়াও একই হবে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন: অনুমোদন পেলো ঢাকা-কক্সবাজার রুটের দ্বিতীয় ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’
ঢাকা-কক্সবাজার রুটে চলাচলের জন্য নতুন বিরতিহীন আন্তঃনগর ট্রেনের নাম পর্যটক এক্সপ্রেস হিসেবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যটকদের চাহিদা মেটাতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে সদ্য আমদানি করা কোরিয়ান কোচ দিয়ে আন্তঃনগর এই ট্রেন পরিচালনার জন্য যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে।
ট্রেনটি ১৬টি কোচ নিয়ে চলবে। ট্রেনের আসন সংখ্যা হবে ৭৮০টি। ট্রেনের সাপ্তাহিক বন্ধ রোববার। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী ট্রেনটি (৮১৫) কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮টায় এবং ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত সাড়ে ৪টায়। অন্যদিকে ৮১৬ নাম্বার ট্রেনটি ঢাকা ছাড়বে ভোর ৬টা ১৫ মিনিটে এবং কক্সবাজার স্টেশনে পৌঁছাবে দুপুর ৩টায়।
এইচআ/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন